সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩
কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার ও বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এর অর্থ্যায়নে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে সিলেট বিভাগ ও নেত্রকোনা জেলায় বন্যায় আক্রান্ত ও ক্ষতি গ্রস্থ পরিবারের মাঝে ক্রোকারিজ সামগ্রী ও বেডিংপত্র বিতরণ করা হয়।
সিলেট বিভাগ ও নেত্রকোনা জেলার মোট ৬ হাজার ২৮৫ টি পরিবারের মাঝে কয়েকটি ধাপে বিতরণ করা হয়। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ১০৪০ পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ, তাহিরপুর উপজেলায় ১০৪০ পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ২০৪০ পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, গোয়াইনঘাট উপজেলায় ১০৪০ পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তাহমিলুর রহমান এর পক্ষে উপজেলা মডেল মসজিদের খতিব মোহাদ্দিস মোঃ আমিনুর রশিদ।
সিলেট শহরে জেলা সমাজসেবা কার্যালয়ে ১০৪০ পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন সমাজসেবার সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম এবং নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় ১০৮৫ পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজাহারুল ইসলাম।
সিলেট ও নেত্রকোণায় জেলায় বন্যয় ক্ষতিগ্ৰস্থ ও আক্রান্ত পরিবারের সংখ্যা পাঁচ লক্ষ্যেরও অধিক পরিবার। করোনা মহামারি ও বন্যার প্রার্দুভাব এবং অর্থনৈতিক মন্ধার কারনে সিলেট বিভাগ ও নেত্রকোণার জেলার বন্যায় ক্ষতিগ্রস্থ জনগন দারিদ্রসীমার নিচে বসবাস করছে। ৬২৮৫ পরিবার ক্রোকারিজ ও বেডিংপত্র পেয়ে অত্যন্ত খুশি। এবং দাতা সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার এবং বাস্তবায়নকারী সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন এর প্রতি আন্তরিক ভালবাসা ও দোয়া প্রকাশ করেছে। অবশিষ্ট প্রায় পাঁচ লক্ষ পরিবার এই ক্রোকারিজ ও বেডিংপত্র পাওয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। কারণ দাতা সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার এর আর্থিক অনুদানে এই ক্রোকারিজ ও বেডিংপত্র বিতরণের সুনাম বন্যায় ক্ষতিগ্রস্থ ও আক্রান্ত পরিবারের মাঝে ছড়িয়ে পড়েছে।
সংস্থার চীফ একাউন্ট্যান্ট জনাব বোরহান উদ্দিনের নের্তৃত্বে মোঃ খালেদ চৌধুরী, মোঃ জাহিদুল ইসলাম, রফিক হাবিব, আব্দুর রহমান, আব্দুস সবুর, মোঃ শাকিল উক্ত ক্রোকারিজ ও বেডিংপত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd