সিলেটে কখন কোথায় ঈদের জামাত

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩

সিলেটে কখন কোথায় ঈদের জামাত

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক: চাঁদ দেখা সাপেক্ষে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা রয়েছে। সিলেট নগরে প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ৪০০ বছরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে।

 

এছাড়া সিলেটে ঈদের ছোট-বড় আরও ৩ হাজার ২৬৯ ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

 

ঈদের জামায়াত ঘিরে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে শাহী ঈদগাহ ময়দানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও নামাজের প্রস্তুতি ঘুরে দেখেন এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ।

Manual8 Ad Code

 

এসএমপি কমিশনার সাংবাদিকদের জানান, সিলেট মহানগরে ৯০টি ঈদগাহ ও ৪৩৭টি মসজিদে হবে ঈদের জামাত। জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ড্রোনের ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটালডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি পুলিশ, পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ থাকবে মাঠে। ঈদের দিন এবং পরদিন সিলেট মহানগরে কড়া নিরাপত্তা থাকবে।

Manual8 Ad Code

 

সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি এবং বয়ান ও খুতবা পেশ করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু হোরায়রা নোমান। বয়ান পেশ করবেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজমুদ্দিন ক্বাসেমী।

Manual7 Ad Code

 

শাহী ঈদগাহে ঈদের জামাত আদায় করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও কেন্দ্রীয় এবং স্থানীয় রাজনৈতিক নেতাসহ লাখো মুসল্লির।

 

সিলেটের দ্বিতীয় বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহজালাল (র.) মাজার মসজিদে সকাল সাড়ে ৮টায়। এখানে ঈদ জামাতে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ হোসেন।

Manual8 Ad Code

 

সিলেটের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদের দিন প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামায়াত সকাল সাড়ে ৯ টায়।

 

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

 

এসএমপি ও জেলা পুলিশের তথ্য মতে, ঈদুল ফিতরে সিলেট মহানগর ও জেলার ছোট-বড় ৩ হাজার ২৬৯ ঈদগাহ ও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৪৫৫ ঈদগাহ ও ২ হাজার ৮৪১ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..