বিশ্বনাথবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গাজী আতাউর রহমান

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩

বিশ্বনাথবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গাজী আতাউর রহমান

Manual2 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীসহ সিলেটের বিশ্বনাথবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।

তিনি শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বিশ্বনাথবাসী ও প্রবাসীসহ সকলকে জানাই ঈদ মোবারক।

তিনি জানান, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম জাতির জীবনে শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদুল ফিতর।

Manual8 Ad Code

এই ঈদের আনন্দের পাশাপাশি ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতার মহামিলনে ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করি।

তিনি বলেন, যে যেখানেই যে ভাবেই থাকেন না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবার সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করুন। বিত্তবান ব্যক্তিরা সামর্থ্য অনুযায়ী অসচ্ছল ও অসহায় মানুষদের সাহায্যের অবদান রাখুন। তাহলে ঈদ আনন্দ সবার মাঝে বিরাজ করবে।

Manual8 Ad Code

ঈদ মানে আনন্দ, ঈদ মানে মিলন, ঈদ মানে শান্তি। সেই শান্তিতে থাকতে হলে আপনাদের আশেপাশের মাদক কারবারি, চোরাচালানি, ছিনতাইকারী, সন্ত্রাস ও জঙ্গিবাদ দেখলে আমদের খবর দিয়ে সহযোগিতা করুন।

আরও জানান কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে ৯৯৯ নাম্বারে অথবা থানার ওসি কিংবা কর্তব্যরত ডিউটি অফিসারের নাম্বারে ফোন দিয়ে জানাতে অনুরোধ করেন।

Manual8 Ad Code

তিনি থানা এলাকার সর্বস্তরের জনগন সহ দেশ ও প্রবাসের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পরিশেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..