পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল আজিজ সুমন

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল আজিজ সুমন

Manual4 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত ভাই-বোন আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীসহ সকল জাতি ধর্মের সকল শ্রেণি পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Manual3 Ad Code

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গভর্ণিং বডির অভিভাবক সদস্য, মেসার্স মুনতাহা ডেভেলপমেন্ট কর্পোরেশন ও মেসার্স সুমন এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী, বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোট উপদেষ্ঠা, হীরামন সমাজকল্যাণ স্পোটিং ক্লাব, জানাইয়া সাধারণ সম্পাদক, আলোচিত বিশ্বনাথ ডটকম এর প্রধান উপদেষ্ঠা আব্দুল আজিজ সুমন।

Manual8 Ad Code

তিনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আব্দুল আজিজ সুমন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম জাহানের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।

তিনি আরো বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহর পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো আনন্দময় পুরস্কার। ঈদ ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।

Manual1 Ad Code

ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। সবাইকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।

সেই সাথে সমাজের বৃত্তবানসহ আমাদের সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো। তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে খুশীর এই ঈদ উদযাপন করতে পারে।

ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। দেশ প্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।

Manual6 Ad Code

আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ- গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নেই এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক-ঈদ মোবারক।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..