আরিফ-সেলিম কি শেষ পর্যন্ত থাকবেন ভোটের মাঠে?

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

আরিফ-সেলিম কি শেষ পর্যন্ত থাকবেন ভোটের মাঠে?

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: সিসিক নির্বাচন নিয়ে গত কয়েক দিন পূর্বে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘সিটি করপোরেশনে নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষ না থাকলেও বিএনপির ঘোমটা পরা প্রার্থী কিন্তু থাকবে।’ তাঁর এই আশঙ্কার সত্য হতে যাচ্ছে। বিএনপি স্থানীয় সরকার নির্বাচন ‘দলীয় প্রতীকে’ না করার সিদ্ধান্তে অটল থাকলও দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তাতে দলটির আপত্তি থাকছে না। এমতাবস্থায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হচ্ছেন বর্তমান মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।আসন্ন সিসিক নির্বাচনে ভোটে লড়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

 

মেয়র আরিফের ঘনিষ্ট বিএনপির বেশ কয়েকজন নেতাই এমন আভাস দিয়েছেন। যদিও আরিফুল হক চৌধুরী এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি। শুধু বলেছেন, এ নিয়ে ঈদের পর কথা বলবেন।

 

যদিও রোববার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের মানুষের আশা-আকাঙ্ক্ষার মূল্যায়ন করবেন।এই বক্তব্যকে অনেকেই তাঁর নির্বাচনে যাওয়ার ইঙ্গিত বলে ধরে নিয়েছেন।

 

তবে, আরিফুল হক প্রার্থী হলে এবার তাকে কোনো ধরণের ছাড় দেবেন না বিগত নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বি সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।আরিফ স্বতন্ত্র নির্বাচন করলে তিনি তিনিও ভোটে নামবেন।

 

এমন তথ্য নিশ্চিত করেছেন সেলিমের ঘনিষ্ট ১৬ নং ওয়ার্ড বিএনপির এক প্রভাবশালী নেতা বলেন, বদরুজ্জামান সেলিম বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। আরিফ স্বতন্ত্রপ্রার্থী হচ্ছেন-এমন খবর তিনি পেয়েছেন। ঈদের পর সেলিম দেশে ফিরে তাঁর প্রার্থীতা ঘোষণা করবেন।আগের নির্বাচনে আরিফকে ছাড় দিতে বাধ্য করা হলেও এবার তাকে নিবৃত্ত করতে পারবে না দলীয় নেতারা।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

এর আগে ২০১৮ সালের ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন দলটির তৎকালীন মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ান তিনি। ওই বছরের ৯ জুলাই তাঁকে দল থেকে বহিষ্কারও করা হয়। তবে শেষ মুহূর্তে দলীয় চাপে আরিফুল হক চৌধুরীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান সেলিম।

Manual7 Ad Code

 

উল্লেখ্য, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ১১ এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেছিলেন, বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী না থাকলেও ‘ঘোমটা পরে’ সবখানেই তাদের প্রার্থী ছিল।

 

তিনি বলেন, “এই ঘোমটা পরা প্রার্থী কিন্তু সিটি নির্বাচনেও থাকবে। সিলেটের আরিফ বর্তমান মেয়র অলরেডি ঘোষণা দিয়েছেন। কাজেই অন্যান্য সিটিতেও ঘোমটা পরা তাদের স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এটা বিএনপির রাজনীতির আরেক ভণ্ডামি। এটা ভণ্ডামি, তারা করছে।”

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..