মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে কোম্পানীগঞ্জের মনিরের মৃত্যু

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে কোম্পানীগঞ্জের মনিরের মৃত্যু

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : মালয়েশিয়ায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মারা গেলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নির্মাণশ্রমিক মনির উদ্দিন (৪৫)।

Manual3 Ad Code

আজ রোববার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল শনিবার রাত ৭টার দিকে মালয়েশিয়ার কেমেরোন হাইল্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মনিরের ভাগনে ও মালয়েশিয়াপ্রবাসী আব্দুল কাদির বলেন, পাঁচতলা ভবনে কাজ করার সময় সেখান থেকে পড়ে তার মামার মৃত্যু হয়েছে। মোবাইল ফোনে এ খবর পান মনিরের স্বজনেরা। মনির উপজেলার তেলিখাল ইউনিয়নের দলইরগাঁও মাঝপাড়া গ্রামের রুস্তম মিয়ার ছেলে।

Manual7 Ad Code

আব্দুল কাদির আরও বলেন, ৯ বছর আগে মালয়েশিয়ায় যান মনির। তার দুই মেয়ে, এক ছেলে, স্ত্রী ও বাবা-মা রয়েছেন। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে চার নম্বর ছিলেন তিনি। মৃত্যুর খবর পাওয়ার পর মনিরের বাড়িতে চলছে শোকের মাতম।

Manual3 Ad Code

মনিরের লাশ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, মনিরের স্বজনদের সঙ্গে কথা বলে লাশ দেশে আনতে ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..