সিলেট-৪ আসনে বঙ্গবন্ধুর নৌকার প্রার্থী হতে চান আ.লীগ নেতা গোলাপ মিয়া

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

সিলেট-৪ আসনে বঙ্গবন্ধুর নৌকার প্রার্থী হতে চান আ.লীগ নেতা গোলাপ মিয়া

Manual1 Ad Code

রায়হান হোসেন :: অত্যন্ত জনদরদী ও জনকল্যাণ কামী একজন গোলাপ মিয়া। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত বিশিষ্ট শিল্পপতি গোলাপ মিয়ার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের আঙ্গাজুর গ্রামে। তিনি ওই গ্রামের হাজী আব্দুল মালিকের পুত্র। জনসেবা ও সমাজসেবায় ব্রতী প্রবাসী এই আওয়ামী লীগ নেতা এবার জনদরদী থেকে জননেতার আসনে যেতে চান। ব্যক্তিগতভাবে জনসেবার পাশাপাশি এবার রাষ্ট্রীয়ভাবে জনসেবার সুযোগ গ্রহণ করতে চান তিনি। এ লক্ষ্যে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হতে চান সিলেট-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
এক সময়ের তোখোড় ছাত্রলীগ নেতা গোলাপ মিয়া বর্তমানে একজন বিশিষ্ট লিল্পপতি ও রজনীতিবিদ। ছাত্ররাজনীতি থেকে শুরু করে আজোবধি তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের অগ্রসৈনিক হয়ে কাজ করছেন। সেই আদর্শে উজ্জীবিত হয়ে মাতৃভূমি দেশ ও দশের কল্যাণে অতি নিবেদিত প্রাণ তিনি।
গোলাপ মিয়া একসময় ছাত্র রাজনীতি করতেন। ১৯৯১ সালে তিনি সিলট মদন মোহন কলেজে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। সেখান থেকেই রাজনীতিতে তাঁর পথচলা, যা আজো অব্যাহত রেখেছেন।
দেশের রাজনীতিতে যেভাবে সক্রিয় ছিলেন সুদূর বৃটেনে গিয়েও রাজনীতিতে সক্রিয় ছিলেন । দীর্ঘদিন থেকে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতিতে সক্রিয় আছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতিতে নিবেদিত প্রাণ হয়ে দলের আদর্শ লালন করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আসন্ন জতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরবাসীর সেবা করতে চান তিনি।
সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের এক নিবেদিত প্রাণ। এই আদর্শের রাজনীতির সাথে নিজেকে এবং এলাকার জনগনকে জড়িয়ে রাখতে তাঁর ভূমিকা অপরিসীম। এমনটা বলছেন সিলেট-৪ আসন এলাকার লোকজন।
এছাড়া গোলাপ মিয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখে গুরুত্ব দিয়ে সমাজের অনেক ভালো ও কল্যাণমূলক কাজগুলো করছেন। গত করোনা কালীন সময় ভয়াবহ বন্যার সময় আওয়ামী লীগের পক্ষ থেকে প্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন। এছাড়া এলাকার হতদরিদ্র মানুষের প্রতি তার হাত সর্বদা সম্প্রসারিত। শিক্ষা বিস্তারে রযেছে তার অশেষ অবদান। তাই এলাকায় তিনি গরীবের দানবীর বলে পরিচিত হয়ে ওঠেছেন।
বিশিষ্ট শিল্পপতি গোলাপ মিয়া নিজেকে অবহেলিত ও বঞ্চিত কর্মহীন মানুষের সেবায় নিয়োজিত রাখতে তাঁর কর্মপন্থা ও কর্ম প্রচেষ্টায় সকল মহলের সহযোগিতা কামনা করেন। তাই তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে নৌকার কান্ডারী হতে চান।

Manual1 Ad Code

তিনি বলেন, দলীয়ভাবে মনোনয়ন পাওয়ার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করছেন। আওয়ামী লীগের মনোনয়ন পেলে তিনি সিলেট-৪ আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করবেন। এক্ষেত্রে সবার সহযোগিতা বড় প্রয়োজন মনে করেন তিনি। গোলাপ মিয়া বলেন, ছোট বেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আমার দৃঢ়বিশ্বাস আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে দলীয়ভাবে মনোনিত করা হবে। সেই বিশ্বাস রেখেই আমি কাজ চালিয়ে যাচ্ছি।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..