সিলেট ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩
আমির হোসেন সাগর, নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক ও দলীয় ছত্রছায়ায় সিলেট নগর ও আশপাশ এলাকায় বেপরোয়া হয়ে ওঠেছে কিশোর গ্যাং। বৃদ্ধি পেয়েছে সিলেট নগর ও জেলায় কিশোর গ্যাং’দের অপতৎপরতা।
সম্প্রতি কয়েকটি অনাকাঙ্খিত ঘটনা থেকে সেটা প্রতীয়মান হচ্ছে। তাই তার সিলেট মেট্রোসিটিতে নতুন করে কিশোর গ্যাং’দের তালিকা করছে সিলেট মহানগর (এসএমপি) পুলিশ। পাশপাশি পাড়া-মহল্লাসহ বিভিন্ন এলাকায় নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদ্বীপ দাস জানান, কমিশনার পদে ইলিয়াছ শরীফ যোগদান করেই এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। এর আলোকে নতুন করে কিশোর গ্যাংয়ের তালিকা করছেন বিভিন্ন বিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। পাশাপাশি এ বিষয়ে ডিবি পুলিশকেও কাজে লাগানো হয়েছে। কিশোর গ্যাং-এর অপ-তৎপরতার বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স বলেও জানান তিনি।
সূত্র জানায়, ২০২২ সালে এসএমপি’র ৬ থানা এলাকায় বেপরোয়া এই কিশোর গ্যাং-এর অপতৎপরতা থামাতে একটি তালিকা তৈরী করা হয়। এ তালিকায় ২২০ জন জনের নাম ছিল। তাদের বেশিরভাগেরই বয়স ১৮ বছরের নিচে। এবার ফের নতুন তালিকা করা হচ্ছে।
সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার জেদান আল মুসা জানান, মহানগর পুলিশের পাশাপাশি রেঞ্জ পুলিশও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। ইতোমধ্যে সকল থানার অফিসার ইনচার্জদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd