সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার এলাকায় এক দম্পতির ওপর পরিকল্পিত হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত হয়েছেন এলাকার বাসিন্দা মো. আব্দুল হক ও তাঁর স্ত্রী মোছাঃ পান্না বেগম। এ ঘটনায় পান্না বেগম নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অভিযুক্ত আব্দুল তাহিদ তাঁর পরিবারের কয়েক সদস্য ও অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দলবদ্ধভাবে আব্দুল হকের বাড়িতে প্রবেশ করেন। তারা প্রথমে বাদীপক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে দা, লোহার রড ও কাঠের রুল দিয়ে বেধড়ক মারধর করেন। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। হামলাকারীরা ঘরের দরজা-জানালাসহ বেশ কিছু আসবাবপত্রও ভাঙচুর করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের ছেলে মেহেদী হক মুহিন কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করেই আব্দুল হকের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগে আরও বলা হয়, আসামিপক্ষের মেয়ে সালমা বেগমের সঙ্গে মুহিনের সম্পর্ক ছিল-এ নিয়ে ভুল বোঝাবুঝি ও ব্ল্যাকমেইলের অভিযোগ থেকে হামলার সূত্রপাত ঘটে।
পান্না বেগম জানান, “আমার ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই আমরা ভীষণ দুশ্চিন্তায় আছি। সেই অবস্থায় তারা আমাদের বাড়িতে এসে হামলা চালায়। আমাকে ও আমার স্বামীকে নির্মমভাবে পেটানো হয়, এমনকি আমাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।”
স্থানীয়রা জানান, হামলার সময় দম্পতির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে শারীরিকভাবে আশঙ্কামুক্ত।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, “অভিযোগটি থানায় গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের নিয়মিত টহল প্রয়োজন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd