সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ২

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ২

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের ওসমানীনগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পূর্ণিমা দাস বন্যা (২০) নামে এক কলেজছাত্রী ও ইউসুফ আলী (৩০) নামে ব্যাটারিচালিত রিকশার চালক নিহত হয়েছেন। তাদের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

Manual8 Ad Code

জানা গেছে, রবিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার জেলা থেকে সিলেটের দক্ষিণ সুরমার গোয়ালাবাজার এসে গোয়ালাবাজার সরকারি মহিলা কলেজের সামনে একটি লোকাল বাস থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান কলেজছাত্রী পূর্ণিমা দাস। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

Manual3 Ad Code

পূর্ণিমা ওসমানীনগর উপজেলার দত্তগ্রামের বাচ্চু দাসের মেয়ে। তিনি মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব।

Manual5 Ad Code

একই দিন সন্ধ্যায় উপজেলার মোতিয়ারগাঁও কলারাই গ্রামীণ সড়কে ব্যাটারিচালিত রিকশা উল্টে চালক ইউসুফ আলী(৩০) নিহত হয়েছেন। নিহতের ইউসুফ মোতিয়ার গাঁওয়ের নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ইউসুফ আলী যাত্রী নিয়ে মোতিয়ারগাঁওয়ে যান। যাত্রী নামিয়ে ঘুরানোর সময় রিকশা উল্টে সড়কের পাশে ধানী জমিতে পড়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসালয়ে পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

দুর্ঘটনায় ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন মিয়া।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..