গোয়াইনঘাটে পশ্চিম জাফলং ইউপিতে প্যানেল চেয়ারম্যান নির্বাচনে অনিয়ম

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৩

গোয়াইনঘাটে পশ্চিম জাফলং ইউপিতে প্যানেল চেয়ারম্যান নির্বাচনে অনিয়ম

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদে বিধি -বিধান না মেনে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২০২২ সালের ৭ ডিসেম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের ১ম সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার কথা থাকলেও সেই সভায় এ বিষয়ে চেয়ারম্যান মহোদয় পরিষদের সদস্যদের কথা বলার সুযোগ দেননি। বরং তিনি পরিষদের পুরুষ ও নারী সদস্যদের অবগত না করে গত ১৯ ফেব্রুয়ারী ভাতা সংক্রান্ত ইউনিয়ন পরিষদের একটি সভায় তাৎক্ষণিক ভাবে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার ঘোষণা দিয়েই উনার নিজ ওয়ার্ড অর্থাৎ ৭ নং ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিনকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন।

Manual6 Ad Code

পরিষদের সবার মতামতের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার কথা থাকলেও চেয়ারম্যান ৭ নং ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিনকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করতে ইউপি চেয়ারম্যান মামুন পারভেজ ইউপি সদস্যদের নিজের স্বাক্ষরিত টোকেন ব্যালট ধরিয়ে দেন। পরে নিরুপায় হয়ে নারী সদস্যসহ সাতজন সদস্য ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিনকে সমর্থন দিতে বাধ্য হন।

পরের দিন ২০ ফেব্রুয়ারী ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম বিধি মোতাবেক সঠিক পন্থায় স্বচ্ছতার মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচন আয়োজনের জন্য গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বরাবরে একটি দরখাস্ত দেন। উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ৮নং ওয়ার্ড সদস্য আবুল কালামের দেয়া দরখাস্ত সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারী ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ পরিষদের সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার জন্য পরিষদের সকল সদস্যদের নির্দেশ দেন। এসময় পরিষদের সদস্যরা নানা আলোচনা ও পর্যালোচনার পর যোগ্যতার ভিত্তিতে পরিষদের দুই বারের নির্বাচিত সদস্য আবুল কালামকে প্যানেল চেয়ারম্যান ১ (এক) নির্বাচিত করে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য স্বাক্ষর ও সীলমোহর দিয়ে চেয়ারম্যান বরাবর অনুলিপি প্রদান করেন। কিন্তু চেয়ারম্যান তার নির্দেশনা অনুযায়ী ৯ জন সদস্যের দেয়া সিদ্ধান্তের সুরাহা না করে গত ১৯ ফেব্রুয়ারী তড়িঘড়ি করে ভাতা সংক্রান্ত ইউনিয়ন পরিষদের একটি সভায় তাৎক্ষণিক ভাবে নিজ ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিনকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন। যার ফলে পরিষদের ৭ জন সদস্য উক্ত সভা থেকে রাগ করে চলে যান। পরের দিন ২০ ফেব্রুয়ারি ৮ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম, ১ নং ওয়ার্ড সদস্য জালাল উদ্দীন, ২ নং ওয়ার্ড সদস্য বোরহান উদ্দিন, ৩ নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির , ৬ নং ওয়ার্ড মওলা,সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য ১,২,৩ সেলিনা পারভীন, ৪,৫,৬ রীনা রহমান ৭ জন সদস্য গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের অফিসে স্ব-শরীরে উপস্থিত হয়ে বিধি মোতাবেক স্বচ্ছ ভাবে প্যানেল চেয়ারম্যান ১ নির্বাচনের দাবী জানান।

Manual6 Ad Code

জানা যায়, ২০২২ সালের ২ নভেম্বর গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে মামুন পারভেজ চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়লাভ করেন। দরখাস্তকারী আবুল কালামসহ ৭ জন (ইউপি) সদস্য বলেন, চেয়ারম্যানের পক্ষ থেকে উন্নয়নের স্বার্থে নিজ ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিনকে প্যানেল চেয়ারম্যান প্রস্তাব করার জন্য বলেন। নিরূপায় হয়ে আমরা হেলাল উদ্দিনকে প্যানেল ১ লিখতে বাধ্য হই। ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ বলেন, সব সদস্যের মতামতের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়েছে বলে আমার মনে হয় না।

Manual6 Ad Code

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পরিষদের ৭ (সাত) সদস্য পুনরায় প্যানেল চেয়ারম্যান নির্বাচন দাবি করে একটি দরখাস্ত দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন আছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..