সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর মুদিদোকান, শপিংমল কিংবা কাঁচাবাজার সর্বত্রই এখন নিষিদ্ধ পলিথিন ব্যাগের ছড়াছড়ি। পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও সিলেটে বাজার-হাটে সর্বত্রই ব্যবহার হচ্ছে পরিবেশের জন্য হুমকিস্বরুপ এই পলিথিন ব্যাগ।
শুধু সিলেট নগরী নয়, জেলার বিভিন্ন উপজেলার পৌর শহর কিংবা গ্রামের মধ্যে কোনো তফাত নেই, সব জায়গায় এর ব্যবহার বেড়েছে। বর্তমানে ক্রেতারা বাজার করতে যায় খালি হাতে। আর ফিরে আসে পলিথিনের ব্যাগভর্তি বাজার নিয়ে।
সিলেটের বাজারসমূহে অনেক অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে পরিবেশ বিপর্যয়কারী নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাত করা হয়।
মাঝেমধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলেও তা নিয়মিত না হওয়ায় বেড়েই চলেছে পলিথিন ব্যাগের ব্যবহার।
এছাড়াও নদী-নালা,খাল-বিল, রাস্তা-ঘাট পুকুর এমন কি বাড়ির আশেপাশে পলিথিনের বিভিন্ন প্যাকেট পড়ে কৃষি জমির ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। বৃষ্টি শুরু হতে না হতেই অনেক স্থানে নালা ডোবা বন্ধ হয়ে পানি চলাচল ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করে এ নিষিদ্ধ পলিথিনের পণ্যসামগ্রী। এতে পয়:নিষ্কাশনসহ কৃষি জমি মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
জানা গেছে, সিলেট নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে সরবরাহ করা হয় এসব পলিথিন ব্যাগ। সিলেট নগরীর বিভিন্ন জায়গায় রয়েছে তাদের সিন্ডিকেট। লালদিঘীরপার, কালিঘাট, হকারমার্কেট এরমধ্যে অন্যতম।
পরিবেশবিদরা বলছেন, বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হয় ২০০২ সালে। কিন্তু সঠিক তদারকির অভাবে বন্ধ হচ্ছে না পলিথিনের উৎপাদন ও বিপণন। শিগগির এ বিষয়ে তদারকি জোরদার করে পরিবেশ রক্ষায় এগিয়ে আসা প্রয়োজন।
এদিকে, গত সোমবার দুপুরে মহানগরীর কালিঘাটে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের অভিযানে প্রায় ৩ মেট্রিকটন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় অবৈধ এসব পলিথিন মজুদ এবং বিক্রয়ের অপরাধে এই ৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২ লক্ষ ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন জানান- গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর কালিঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬টি দোকান ও গোডাউনে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ পাওয়া যায়।
পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত তদারকির মাধ্যমে পলিথিনের ব্যবহার হ্রাস করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন পরিবেশ সংশ্লিষ্টরা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd