সুনামগঞ্জে মাটি নেই পল্লী বিদ্যুতের চলমান লাইনের জোড়া খুঁটির গোড়ায়!

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩

সুনামগঞ্জে মাটি নেই পল্লী বিদ্যুতের চলমান লাইনের জোড়া খুঁটির গোড়ায়!

Manual1 Ad Code

মধ্যনগর সংবাদদাতা : সুনামগঞ্জ জেলার মধ্যনগরে দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে পল্লী বিদ্যুৎ এর চলমান বিদ্যুৎ লাইনের জোড়া খুঁটি। যার গোড়ার ঢালাইয়ের থেকে প্রায় চার ফুট নীচে রয়েছে মাটি।

Manual3 Ad Code

‘নদীতে খুঁটির গোড়ায় নেই মাটি’ এমতাবস্থায় প্রতিনিয়তই চলাচল করছে এলাকাসহ সুমেশ্বরী নদী দিয়ে চলাচল করছে নৌযান এবং মধ্যনগর উপজেলার সাথে রাজধানীর সঙ্গে সংযুক্ত একমাত্র স্থলজ রাস্তার ফেরী নৌকার যোগাযোগ।মধ্যনগর উপজেলা সদর বাজার সংলগ্ন পিপড়াকান্দার পেছনে পাড়ে পল্লী বিদ্যুতের খুটির নিছ থেকে মাটি সরে গেছে কর্তৃপক্ষের দৃষ্টি আসেনি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংষ্কারের জন্য দবী উঠেছে।এতে জীবন ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে এলাকার জনসাধারন।

Manual3 Ad Code

জানা গেছে, প্রায় দুইযুগ পেরিয়ে দাড়িয়ে রয়েছে একজোড়া সর্ব্বোচ্চ ভোল্টেজ সম্পন্ন বিদ্যুৎ সংক্রিয় লাইন।যা দিয়ে উপজেলা সদরসহ একাধিক গুরুত্বপূর্ণ সংযোজনে সম্পৃক্ত আছে অসংখ্য গ্রামের পল্লীগ্রামের বিদ্যুৎ ব্যাবহারকারী গ্রাহকগণ।

Manual2 Ad Code

মধ্যনগর বিদ্যুৎ ব্যাবহারকারী গ্রহকদের একজন সুরঞ্জিত তালুকদার জানান, এটি অত্যান্ত জনগুরুত্বপূর্ণ লাইন। যার নীচ দিয়ে প্রতিনিয়তই ঝুঁকিতে রয়েছে নৌযানে যাতায়াতরত লোকজন। তাই আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোড় দাবী জানাচ্ছি।

মধ্যনগর উপজেলার পল্লী বিদ্যুৎ এর লাইনম্যান গ্রেড-১ মোঃ দেলুয়ার হোসেন জানান, এটি দেখেছি এবং পানিটা শুকিয়ে যাওয়ার পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..