বিশ্বনাথে চাচার হাতে ভাতিজা ছুরিকাঘাতে হত্যা- আটক ৬

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২

বিশ্বনাথে চাচার হাতে ভাতিজা ছুরিকাঘাতে হত্যা- আটক ৬

Manual5 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সৌদি আরব থেকে বাড়ি ফিরেই ছুরিকাঘাতে ছয়ফুল ইসলাম (২৮) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে নুরুল আমিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত ৯টায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার চরচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছয়ফুল ওই গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা দুজন চাচা ও ভাতিজা বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে চাচা নুরুল আমিনের পরিবারের সঙ্গে বিরোধ চলছিল ছয়ফুল ইসলামের পরিবারের। এই বিরোধের জের ধরে প্রবাসে থেকেই ছয়ফুলদের মুঠোফোনে হুমকি দিয়ে আসছিলেন নুরুল আমিন। গতকাল মঙ্গলবার রাত ৯টায় সৌদি থেকে বাড়ি ফেরেন তিনি।

Manual1 Ad Code

বাড়িতে ঢুকেই দেশীয় অস্ত্রসহ নিজের পক্ষের লোকজন নিয়ে ছয়ফুল ইসলামদের পক্ষের আবদুল আজিজ মুন্সির স্ত্রী কমরুন নেছার উপর হামলা চালান নুরুল আমিন। এ সময় তাদেরকে প্রতিরোধ করতে গিয়ে ছয়ফুল ইসলামদের পক্ষের লোকজন নুরুল আমিনদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

Manual3 Ad Code

ছয়ফুল ইসলামের পরিবারের অভিযোগ, কমরুন নেছার উপর হামলা করে ফেরার সময় ছয়ফুল ইসলামের পথরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করেন নুরুল আমিন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

Manual6 Ad Code

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নারীসহ উভয়পক্ষের আরও ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, নিহত ছয়ফুল ইসলামদের পক্ষের কমরুন নেছা, বদরুল ইসলাম, ফখরুল ইসলাম এবং নুরুল আমিনদের পক্ষের নুরুল আমিন ও তার ভাই নুরুল ইসলাম।

Manual7 Ad Code

এদিকে, এই ঘটনায় আজ বিকেলে বিশ্বনাথ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। নিহত ছয়ফুল ইসলামের বাবা আব্দুল মান্নান বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন নুরুল আমিন, তার ভাই নুরুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে সেবুল মিয়া, দৌলতপুর ইউনিয়নের আনরপুর গ্রামের সুন্দর আলী। এদের মধ্যে পুলিশ নুরুল আমিন, তার ভাই নুরুল ইসলাম ও অপর আসামি সুন্দর আলীকে গ্রেপ্তার করেছে।

অপরদিকে, নুরুল আমিনের ভাইয়ের স্ত্রী আমিরুন নেছা বাদী হয়ে ৫ জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, পৌর এলাকার চড়চন্ডি গ্রামের বদরুল ইসলাম, ফখরুল ইসলাম, কদর আলী, আব্দুল মান্নান ও আব্দুল আজিজ মুন্সি। এদের মধ্যে পুলিশ বদরুল ইসলাম, ফখরুল ইসলাম ও কদর আলীকে গ্রেপ্তার করেছে।

দুইপক্ষের মামলার বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ‘ইতোমধ্যে উভয় মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরকে গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..