ছাতকে যুবনারীকে মারপিট করে দস্তত আদায়ের অভিযোগ

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২

ছাতকে যুবনারীকে মারপিট করে দস্তত আদায়ের অভিযোগ

Manual2 Ad Code

উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ অভিযুক্ত ১২

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :
সুনামগঞ্জের এক উপজেলা ভাইস চেয়ারম্যান ও এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক যুবনারীকে মারপিট ও জোরপূর্বক দস্তত আদায়ের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২২ আগস্ট সুনামগঞ্জের ছাতক উপজেলার চৌকা গ্রামের আজিজুল হকের বাড়িতে। উপজেলার চৌকা দত্তখিদ্রা গ্রামের এক যুবনারী গত ১৩ অক্টোবর সুনামগঞ্জের পুলিশ সুপার বরাবরে এ অভিযোগ করেন।
অভিযুক্তরা হচ্ছেন ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ার ম্যান লাহীন, দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আবুবকর, উপজেলার গোবিন্দনগরের এনাম, চৌকা দত্তখিদ্রা গ্রামের আজিজুল, গোবিন্দনগরের আবুল মিয়া, চৌকা দত্তখিদ্রা গ্রামের খলিল মিয়া, একই গ্রামের আছিয়া বেগম, কাঞ্চণপুর গ্রামের আব্দুর রহিম, গোবিন্দনগরের আজমল হোসেন আনা, হাতিমা বেগম, কামার গাঁওয়ের কালিক মিয়া ও গোবিন্দনগরের লাল মিয়া।
জানা গেছে,সুনামগঞ্জ জেলার ছাতক থানার চৌকা দত্তখিদ্রা গ্রামের এক যুবনারী এ বছরের ২২ মে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৪ জনকে আসামী করে গণর্ধষণের অভিযোগে একটি মামলা করেন। যা, ট্রাইব্যুনালের পিটিশন মামলা নং-২৩২/২০২২। মামলা আসামীরা হচ্ছেন-ছাতক থানার গোবিন্দনগর লক্ষ্মীপুরের ইউপি চেয়ারম্যান আবু বক্করের পুত্র আজমল হোসেন আনা ও আজমল হোসেন আনার স্ত্রী হাতিমা বেগম, গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ী হারুন মিয়া পীর এবং গোবিন্দনগরের গিয়াস উদ্দিনের পুত্র মোক্তার মিয়া। আদালত মামলটি তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের জন্য ছাতক থানায় প্রেরণ করেন।
অভিযোগে প্রকাশ, মামলার পর আসামীদের পক্ষ হয়ে ছাতক উপজেলার ভাইস চেয়ারম্যান লাহীন, দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আবুবকরসহ উল্লেখিত ১২ জন গত ২২ আগস্ট সংঘবদ্ধভাবে মামলার বাদী ওই নারীর বাড়িতে হানা দেন । তারা বাদীকে অমানুষিক নির্যাতন করে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরে উপজেলার চৌকা গ্রামের আজিজুল হকের বাড়িতে নিয়ে ধারলো অস্ত্রে দিয়ে মৃত্যু ঘটানোর ভয় দেখিয়ে সাদা কাগজে ওই নারীর দস্তখত আদায় করে নেন। এ ঘটনায় উপরোক্ত নারী নির্যাতন মামলার বাদী গত ১৩ অক্টোবর সুনামগঞ্জ পুলিশ সুপার বরাবরে এ অভিযোগ দেন।
পুলিশ সুপার কার্যালয়ের ডেসপাস শাখা অভিযোগ প্রপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..