গোয়াইনঘাটে ভাইয়ের হাতে ভাই খুন!

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২

গোয়াইনঘাটে ভাইয়ের হাতে ভাই খুন!

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর পশ্চিম পাড়া গ্রামে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে।

Manual4 Ad Code

স্থানীয় একাধিক বিশস্ত সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুল করিমের দুই ছেলে বিলাল উদ্দিন ও জয়নাল আবেদীনের মাঝে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১৩ (অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে মৃত আব্দুল করিমের ছোট ছেলে বিলাল উদ্দিন (২৯) স্থানীয় সালুটিকর বাজার থেকে বাড়ী ফিরছিলেন। এসময় বাড়ীর পথে পূর্ব থেকে উৎপেথে থাকা তার আপন বড় ভাই জয়নাল আবেদীন রড দিয়ে বিলাল উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়। মারের আঘাতে বিলাল উদ্দিনের প্রচুর রক্ত করন হয়। চিৎকার শোনে আসপাশের লোকজন বিলাল উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । বিলাল উদ্দিনকে হাসপাতালে নেওয়ার পর কর্বত্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

Manual5 Ad Code

এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান। তিনি ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

Manual8 Ad Code

এব্যাপরে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন, গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গাজুর গ্রামে সংঘর্ষে বিলাল উদ্দিন নামের এক যুবকের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খানের নেতৃত্বে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠাই। পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অপর দিকে বিলাল উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..