সিলেট ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২
আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংবাদিক মুক্তাদীর আহমদ মুক্তা।
বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নফরম জমা দেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে স্বতন্ত্র প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা স্থানীয় সাংবাদিকদের জানান, তৃণমূলের চাওয়াকে প্রধান্য দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। একটি কার্যকরী উন্নত উপজেলা নির্মাণে কাজ করতে চাই।
তিনি বলেন, জগন্নাথপুরের রাজনৈতিক ঐতিহ্য ও সম্প্রীতি রক্ষা করা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার দায়িত্বের অংশ। আমি জনগণের ডাকে সাড়া দিচ্ছি। দুবৃর্ত্তায়নের বিরুদ্ধে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান বলে তিনি জানান। প্রেস বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd