সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, মে ২২, ২০২২
গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাটে মসজিদে হামলা মামলার পলাতক আসামীরা আবারো হামলা চালিয়েছে একটি ফিসারীতে। গত শুক্রবার রাতে উপজেলার বিছনাকান্দি ঢালাপারস্থ মুহিবুর রহমানের ফিসারীতে এ ঘটনা ঘটে।
এসময় ফিসারীর নিরাপত্তাকর্মীকে মারধর করে ফিসারীর মাছ রছেড়ে দেয় ও চরটি গরু লুট করে নেয়। হামলায় গরুতর আহত নিরাপত্তকাকর্মী মুহাম্মদ আব্দুল জব্বারকে উপজেলার নতুন ভাংঙ্গা হাওর গ্রামের বাসিন্দা। গোয়াইনঘাট থানার নতুন ভাঙ্গার হাওরের মৃত আব্দুল কাদিরের পুত্র পলাতক আসামী নাসির উদ্দিনকে এ ঘটনায় প্রধান অভিযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, আমাকে টেলিফোনে ঘটনা অবহিত করা হয়েছে । লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তকরে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হবে।
গোয়াইনঘাট থানা ও মামলা সূত্রে জান গেছে, গত ২৯ এপ্রিল রাতে তারবির নামায়ের পর অভিযুক্ত নাসির ও তার সংঘবদ্ধ সন্ত্রাসীরা গোয়াইনঘাটের বিছনাকান্দি কুলুমছড়া মসজিদে হামলা চালায়। হামলায় ৮ জন মসল্লি গ্ররুতর আহত হন। আহতদের ৫ জনের অবস্থা আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী াসপাতারে ভর্তি করা হয়।
এ ঘটনায় কুলুমছড়ার পারের আজির উদ্দিন বাদি হয়ে নাসির ও তার দলভুক্ত ১৪ জনকে আসামী করে গোয়াইনঘাট থানায় একটি মামলা [নং-০১(৫)২২] দায়ের করেন। এ মামলার প্রধান আসামী নাসির উদ্দিন অদ্যাবধি পলাতক রয়েছে। অজ্ঞাতকারণে পুলিশ তাকে ধরতে না পারায় শুক্রবার রাতে দলবল নিয়ে বিছনাকান্দি ঢালাপারস্থ মুহিবুর রহমানের ফিসারীতে এ হামলা ও লুটপাট চালায় নাসির। হামলায় আহত নিরাপত্তাকর্মী মুহাম্মদ আব্দুর জব্বারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd