সিলেটে এনটিভি’র সাংবাদিককে অপহরণ চেষ্টা

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২২

সিলেটে এনটিভি’র সাংবাদিককে অপহরণ চেষ্টা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: অল্পের জন্য অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেলেন বেসরকারি টেলিভিশন এনটিভি’র নিজস্ব প্রতিবেদক ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক মারুফ আহমদ।

সোমবার (২১ মার্চ) রাত আনুমানিক ৮ টার দিকে সিলেট নগরের জিন্দাবাজার ব্লু-ওয়াটারের আন্ডারগ্রাউন্ড থেকে তিন যুবক তাকে অপহরণ চেষ্টা চালালে লোকজন এসে তাকে উদ্ধার করেন। এসময় ওই তিন যুবক সাংবাদিক মারুফকে মারধর করে নগদ অর্থ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।

Manual5 Ad Code

অপহরণকারীদের হামলায় আহত সাংবাদিক মারুফ আহমদকে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

সাংবাদিক মারুফ আহমদ বলেন, ‘ব্লু-ওয়াটারের আন্ডারগ্রাউন্ডে মোটরসাইকেল পার্কিং করার সময় হঠাৎ করে তিন যুবক মিলে তার উপর হামলা চালিয়ে তাকে অপহরণের চেষ্টা চালান। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।’

Manual8 Ad Code

তিনি বলেন, ‘লোকজন এগিয়ে আসলে ওই তিন যুবক আমার মানিব্যাগ, নগদ ৯৭ হাজার টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। যাবার সময় আমাকে সুযোগে পেলে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়।’

হামলার পুরো ঘটনা ব্লু-ওয়াটার মার্কেটের সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিক ইমজার পক্ষ থেকে জরুরি সভা আয়োজন করে নিন্দা জানানো হয়। সভার সিদ্ধান্তক্রমে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইলেকট্রনিকস মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজার) সিলেটের সিনিয়র সহসভাপতি দিগেন সিংহ।

Manual7 Ad Code

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, ‘হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2022
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..