নগরীর চালিবন্দরে ভূমিদস্যু মজলাইয়ের দখলে থাকা অবৈধ বিল্ডিং উচ্ছেদ

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২২

নগরীর চালিবন্দরে ভূমিদস্যু মজলাইয়ের দখলে থাকা অবৈধ বিল্ডিং উচ্ছেদ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে নগরীর চালিবন্দর এলকায় অবৈধভাবে নির্মাণাধীন তৃতীয় তলা বিল্ডিং উচ্ছেদ করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। গত ৮ মার্চ সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো। এ সময় সিসিকের দায়িত্বরত আনসার কমান্ডার নাছির উদ্দিন ও তার আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

Manual3 Ad Code

জানা গেছে, নগরীর চালিবন্দর এলাকায় একটি ছড়ার উপর অবৈধভাবে তিন তলা বিশিষ্ট বিল্ডিং নির্মাণ করেন ভূমিদস্যু হাবিবুর রহমান মজলাই। দীর্ঘদিন ধরে অবৈধভাবে তিন তলা বিশিষ্ট বিল্ডিং নির্মাণ করে ভোগ দখল করে আসছেন। অবশেষে এই ভূমিদস্যু মজলাইয়ের দখলে থাকা অবৈধ বিল্ডিং উচ্ছেদ করেছে সিসিক। বিল্ডিং উচ্ছেদ কালে কঠোর ভূমিকা পালন করছেন সিসিকের আনসার বাহিনীর সদস্যরা। আনসার বাহিনীর কঠোর ভূমিকা পালনে প্রশংসা করছেন সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান।

সিলেট মহানগরের অভ্যন্তরে ঘাতক ট্রাকের প্রবেশ রোধে ও নগরকে হকারমুক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নিয়োজিত আনসাররা। গত বছরের ২২ নভেম্বর থেকে আনসারদের মাঠে নামানো হলে নগর অনেকটা যানজট ও হকারমুক্ত হয়েছে। নিয়োজিত আনসার কমান্ডার নাছির উদ্দিন নেতৃত্বে নিয়মিত এ অভিযান পরিচালনা করছেন।

Manual8 Ad Code

বিশেষ করে রাতে ট্রাফিক পুলিশের সিডিউল টাইম শেষ হতেই সারিবদ্ধ ট্রাক ও ভারী যানবাহন নগরে প্রবেশ করতে শুরু করে। পাশাপাশি রাস্তা দখল করে বসে পড়ে ভাসমান ব্যবসায়ী ও হকাররা। তাই রাতের নগরকে যানজট ও হকারমুক্ত রাখতে আনসার বাহিনী মোতায়েন করে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। আর নিযুক্ত এ আনসারের নেতৃত্ব দেন আনসার কমান্ডার নাছির উদ্দিন। পূরো রাতই তিনি আনসারদের কর্মকাণ্ড তত্বাবধান করে থাকেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ফলে যেমন ঘাতক ট্রাক ও ভারী যানবাহন নগরে প্রবেশ করতে পারছে না, তেমনি নগরের প্রাণকেন্দ্রে হকাররাও নির্বিঘ্নে বসতে পারছে না। ফলে গত কয়েক মাস ধরে রাতের নগরী সিলেটকে অনেকটা নিরিবিল ও যানজটমুক্ত দেখা যাচ্ছে। এ প্রক্রিয়া অব্যাহত রাখলে যনজটমুক্ত ও পরিচ্ছন্ন সিলেট নগরী গড়তে অনেকটা সহায়ক হবে বলে সচেতন মহল মনে করছেন। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীও আনসার কমান্ডার নাছির উদ্দিন ও তার বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক।

আনসার কমান্ডার নাছির উদ্দিন সাংবাদিকদের জানান, সিলেট জেলা আনসার কমান্ড্যান্ট এনামুল খান স্যারের দিক নির্দেশনা অনুযায়ী যানজট ও হকারমুক্ত নগরী করতে আমরা কাজ করে যাচ্ছি। সকলের সহযোগীতা নিয়ে আমরা কাজ করতে চাই।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2022
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..