দালালমুক্ত ও পরিচ্ছন্ন একটি হাসপাতাল উপহার দিতে চান পরিচালক মাহবুব

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

দালালমুক্ত ও পরিচ্ছন্ন একটি হাসপাতাল উপহার দিতে চান পরিচালক মাহবুব

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে যোগ দানের পর থেকে উন্নত হয়েছে স্বাস্থ্য সেবার মান। বৃদ্ধি পেতে শুরু করেছে রোগীর সংখ্যা। পরিচালকের কঠোর মনোভাব ও পদক্ষেপে উচ্ছেদ করা হয়েছে হাসপাতাল কম্পাউন্ডের ভেতরের অবৈধ দোকানপাট। যা দীর্ঘ দিন থেকে উচ্ছেদ করা সম্ভব হয়নি। পরিস্কার-পরিচ্ছন্ন ও দালাল মূক্ত একটি সুন্দর মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটবাসীকে উপহার দিতে চান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া। সেই লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ইতেমধ্যে ভঙ্গুর অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু করেছেন। তাঁর নির্দেশে দালালদের আসা যাওয়ার উপর কড়া নজরদারি চলছে।

Manual6 Ad Code

পরিচালকের নির্দেশনা অনুযায়ী বুধবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ২টার দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আনসার সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন আনসার ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ রুবেল মিয়া।

Manual3 Ad Code

অভিযানকালে হাসপাতাল ফটকের ভেতরে টং দোকান, ভাসমান হকারদের উচ্ছেদ করা হয়।এসময় তাদেরকে ভবিষ্যতে হাসপাতালের ভেতরে দোকান বসিয়ে পরিবেশ নোংরা ও জনসাধারণের সমস্যা সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়।
আনসার ক্যাম্পের ইনচার্জ জানান, হাসপাতালের ভেতরে হকাররা দোকান বসিয়ে পরিবেশ নষ্ট করছে। চিকিৎসা নিতে আসা মানুষদের চলাফেরাও সমস্যা সৃষ্টি হয়। তাই হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভাসমান হকারদের উচ্ছেদ করা হয়েছে।

Manual3 Ad Code

হাসপাতালে ওয়ার্ড মাস্টার রওশন হাবীব বলেন, পরিচালক স্যার হাসপাতালের রোগীদের সেবার প্রতি বেশ আন্তরিক। তিনি হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে নিয়মিত ও প্রত্যহ রাউন্ড দেন। হাসপাতাল ফটকের ভেতরে থাকা অবৈধ দোকানপাট সমূলে উচ্ছেদেরও নির্দেশ দিয়েছেন। তাই তা উচ্ছেদ হয়েছে। তাছাড়া এলোমেলা থাকা অ্যাম্বুলেন্স গুলোকে তাঁর নির্দেশে নিয়ন্ত্রণ করা হয়েছে। পরিস্কার-পরিচ্ছন্ন ও দালালমুক্ত একটি সুন্দর মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটবাসীকে উপহার দিতে তিনি অত্যন্ত আন্তরিক।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2022
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

সর্বশেষ খবর

………………………..