নগরীতে ব্যবসায়ীর উপর হামলা : দুই চাঁদাবাজ গ্রেফতার

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২

নগরীতে ব্যবসায়ীর উপর হামলা : দুই চাঁদাবাজ গ্রেফতার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর লালদিঘীর পাড় ও মহাজনপট্টির কাপড় ব্যবসায়ীর উপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে দুই চিহৃত চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৫ ফেব্রুয়ারি রাতে নগরীর লালদিঘীর পাড়স্থ ইব্রাহিম মিয়া (৫৬) নামের এক ব্যবসায়ীর উপর হামলা করে তা্র কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে তারা। পরে ব্যবসায়ী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে মারধর করে আড়াই লক্ষ টাকা নিয়ে যান চাঁদাবাজরা।

Manual5 Ad Code

এ ঘটনায় ব্যবসায়ী ইব্রাহিম মিয়া গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আদালতে কোতয়ালী সি আর মামলা নং  (-২২১, তারিখ- ১৭-০২-২২) দায়ের করেন। যার থানা মামলা (নং-৪১, তারিখ- ১৭-০২-২২)। উক্ত মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ রাতেই দুই আসকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন নগরীর বারুদখানা এলাকার বাসিন্দা গোলাম নবীর ছেলে মোঃ খোকন মিয়া (৩৩), লালবাজার এলাকার আল ফালাহ কমপ্লেক্স এর হারুন রশিদের ছেলে হেলেম মিয়া (৩১)কে চাঁদাবাজির অভিযোগে কোতোয়ালী থানা পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের প্রেফতার করেছেন।

Manual2 Ad Code

এছাড়া আরও তিন আসামি পলাতক রয়েছেন। তারা হলেন মোঃ ইউনুস মিয়া (৩৫), মোঃ আলামিন (২৫), মোঃ আলমগীর (২৭)।

Manual5 Ad Code

আসামি খোকন মিয়া ও হেলেম মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এসআই নিশু লাল দে। তিনি বলেন, এই দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিন আসামি পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলামান রয়েছে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2022
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

সর্বশেষ খবর

………………………..