সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে কয়েকটি মুঠোফোন নাম্বারে চাঁদা দাবি করা হয়েছে। এ বিষয়ে তিনি রবিবার (১৩ ফেব্রুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে ডা. হিমাংশু লাল রায় উল্লেখ করেন, কিছুদিন যাবৎ সাংবাদিক পরিচয়ে তাঁর কাছে বিভিন্ন মোবাইল ফোন নাম্বার থেকে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করছে দুস্কৃতকারীরা। টাকা না দিলে স্যোসাল মিডিয়াসহ গণমাধ্যমে বিভিন্ন ধরনের মানহানিকর তথ্য প্রচার করা হবে বলে হুমকি প্রদান করছে সাংবাদিক পরিচয় দানকারী সেই লোকেরা। এছাড়াও ডা. হিমাংশু লাল রায়কে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা।
নিরাপত্তার স্বার্থে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ও নগরীর দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা ডা. হিমাংশু লাল রায় থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং এ বিষয়ে পুলিশের কাছে আইনি সহায়তা চেয়েছেন।
এ বিষয়ে ডা. হিমাংশু লাল রায় রবিবার বিকালে বলেন, আমার মনে হচ্ছে- যারা এমন কাণ্ড ঘটাচ্ছে তারা আসলে প্রকৃত সাংবাদিক নয়। কোনো দুস্কৃতকারী। আমি পুলিশের সহযোগিতা চেয়েছি। আশা করছি শীঘ্রই তারা চিহ্নিত ও গ্রেফতার হবে।
এ প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ বলেন, তিনি জিডি করেছেন। আমরা এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছি। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হুমকিদাতাদের খুঁজে বের করার চেষ্টা করছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd