সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২
কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওড় এলাকায় দিন দুপুরে দুবৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন ফরিদ উদ্দিন নামের এক যুবক। এ হত্যাকান্ডটি ঘটেছে সোমবার বিকেল অনুমান সাড়ে ৪টার দিকে বড়খেওড় গ্রামের এফআইডিবি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তার উপর। নিহত ফরিদ উদ্দিনের বাড়ি স্থানীয় খাসাড়ীপাড়া গ্রামে। তার পিতার নাম রফিক উদ্দিন বলে জানা গেছে।
এ হত্যাকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিলেট মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন দুবৃত্তদের হামলায় নিহত ফরিদ উদ্দিন মোটরসাইকেলযোগে বিকেল সাড়ে ৪টার দিকে তার ভায়রা শাহীন আহমদকে নিয়ে স্থানীয় মমতাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। বড়খেওড় এফআইবিডিবি স্কুলের সামনে আসামাত্র কে বা কাহারা ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে ফরিদ উদ্দিনকে এলোপাতাড়ী ভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে দু’পা একধরনের বিচ্ছিন্ন ও হাত সহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। হামলায় ফরিদ উদ্দিনের সাথে থাকা তার বায়রা একই ইউনিয়নের দনা নয় নম্বর গ্রামের আতাউল্লাহর ছেলে শাহিন আহমদ আহত হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফরিদ উদ্দিন। তবে এ হত্যাকান্ডটি দ্রুত সংঘটিত করে খুনিরা পালিয়ে যাওয়ায় তাদের কারো পরিচয় স্থানীয়রা সনাক্ত করতে পারেননি। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে থানার ওসি তাজুল ইসলাম পিপিএম জানিয়েছেন। তবে কি কারনে ফরিদ উদ্দিনকে খুন করা হয়েছে তার কারন এখন পর্যন্ত জানা যায়নি। তার সাথে থাকা শাহিন আহমদকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের সাথে কারা জড়িত তাদের পরিচয় পুলিশ সনাক্ত করতে পারবে বলে স্থানীয়রা মনে করেন। নিহতের আত্মীয়-স্বজনদের ধারনা ফরিদ উদ্দিন তার ফেসবুকের নিজস্ব আইডিতে এনাম খান নামে এক ব্যক্তি তাকে দেখে নেবে বলে হুমকি দিয়েছিল। যা গত কয়েকদিন থেকে ফরিদ উদ্দিন তার ফেসবুক আইডিতে নানা ধরনের পোস্ট দিয়ে আসছিলেন। এর জের ধরে এ হত্যাকান্ডটি ঘটতে পারে বলে তারা অনেকটা ধারণা করছেন। থানার ওসি তাজুল ইসলাম আরো জানান ফরিদ উদ্দিনের প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে হত্যাকান্ডের পর থেকে পুলিশের চিরুনী অভিযান চলছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন সম্প্রতি কয়েক বছরে কাড়াবাল্লা, দনা এলাকায় বেশ কয়েকটি অপরাধ মূলক কর্মকান্ড সংঘটিত হয়েছে। এর আগে এক যুবকের পা ধারালো অস্ত্র দিয়ে বিচ্ছিন্ন করা হয়। কয়েকদিন পূর্বে আব্দুর রব নামে এক সাংবাদিককে দিন দুপুরে এলাকার চিহ্নিত অপরাধীরা হত্যার উদ্দেশ্যে দু’পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে পা ভেঙ্গে ফেললে থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশ এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। আব্দুর রবের মতো দুবৃত্তরা ফরিদ উদ্দিনের দু’পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে পা এক রকম বিচ্ছিন্ন করে নৃশংস ভাবে হত্যা করে। ফরিদ উদ্দিন হত্যার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd