সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার। সোমবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, মিড লেভেল চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম, সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ রিনা বেগম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-বিএনএ সিলেট এমএজি ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাছরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, সহ সাংগঠনিক সম্পাদক মহেশ বিশ্বাস, সমাজকল্যান বিষয়ক সম্পাদক আব্দুল খালিক, সহ ছাত্র বিষয়ক সম্পাদক কিবরিয়া খোকন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সমীর চন্দ্র দাস, কার্যকরী সদস্য সুমন চন্দ্র দেব, সিক্তা রানী দে, তৃষ্ণা তেরেজা ডি কস্তা, বিএনএ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল শাখার সভাপতি মাসুদ আহমদ খান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সুজন চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন ওসমানী হাসপাতালের ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আবুল খয়ের চৌধুরী, পিএটু পরিচালক মো. রুহুল আমিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল মালেক খান, ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবদুল জব্বার, সাধারণ সম্পাদক মো. রুবেলসহ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী। সংবাদ বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd