পরীমণির নারাজির আবেদন নাকচ, গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১

পরীমণির নারাজির আবেদন নাকচ, গ্রেপ্তারি পরোয়ানা

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় পুলিশের দেয়া চার্জশিটের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমণির দেয়া নারাজির আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে পরীমণির এ আবেদন নামঞ্জুর করা হয়। আবেদন নামঞ্জুর করে নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমের বিরুদ্ধে পুলিশের দেয়া চার্জশিট আমলে গ্রহণ করেন আদালত।

তবে আসামি শহিদুল আলম পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামিপক্ষের আইনজীবী শামসুল হাসান এই তথ্য গণমাধ্যমকে জানান।

Manual7 Ad Code

গত ৬ সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলম নামে আরেক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। এরপর গত ১ ডিসেম্বর পরীমণি আদালতে হাজির হয়ে প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করেন।

গত ১ ডিসেম্বর পরীমণি এই ট্রাইব্যুনালে হাজির হয়ে নারাজি আবেদন করেন। এক সঙ্গে পরীমণি তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে অধিকতর তদন্তের আবেদন জানান।

আবেদনপত্রে পরীমণি বলেছেন, তদন্তকারী কর্মকর্তা সঠিক ও সুষ্ঠুভাবে তদন্ত করেননি। ওই হোটেলের একজন ওয়েটার ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ছিল। ঘটনার পরে সিআইডি তাঁকে তুলে আনে এবং সে তাঁর অপরাধ স্বীকার করে। কিন্তু পুলিশের জমা দেয়া অভিযোগপত্রে ওই ওয়েটারকে আসামি করা হয়নি।

এমনকি তাঁর নামই অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি। বাদীপক্ষের সাক্ষী বহ্নির নাম অভিযোগপত্রে রাখা হয়নি এবং তাঁকে পুলিশ জিজ্ঞাসাবাদও করেনি। যে কারণে এই মামলার অধিকতর তদন্ত হওয়া প্রয়োজন।

Manual6 Ad Code

গত ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ।

Manual2 Ad Code

ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়।

Manual3 Ad Code

এরপর দিনগত রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার শিকদার রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2021
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..