সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: বিয়ানীবাজারে মা ও মেয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে উপজেলার দুবাগ ইউনিয়নের মইয়াখালি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত হলো- ইউনিয়নের মইয়াখালি এলাকার নিজাম উদ্দিনের ছেলে আলা উদ্দিন আলাই (৩৫) ও মফিজ উদ্দিনের ছেলে আব্দুল মালিক (২৫)। তাদের নামে বিয়ানীবাজার থানা ভুক্তভোগী নারী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের (মামলা নম্বর- ১১) মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, অসৎ উদ্দেশ্যে অভিযুক্ত আলা উদ্দিন আলাই ও আব্দুল মালিক মা ও মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে হেনস্তার শিকার হন। ফেসবুক থেকে ছবি অপসারণসহ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ তাদের অভিযোগ তদন্ত করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা নথিভুক্ত করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd