সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: বিগত ১০/১১/২০২১ইং তারিখে নয়াবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আফিল মিয়ার লাশ ভোরবেলা পুলিশ মসজিদের পাশের জায়গা থেকে উদ্ধার করে। ইমাম সাহেবের স্ত্রী বাদী হয়ে পার্শ্ববর্তী হিন্দু পরিবারের একাধিক সদস্য এবং তাদের পরিচিত জনদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন। তথ্যসূত্রে জানা যায়, যে জায়গাটির উপর ইমাম সাহেবের মৃত দেহ পাওয়া যায়, সেটি দীর্ঘ দিন থেকে মসজিদের ঈদগাহ ও জানাযার স্থান হিসেবে ব্যবহার হয়ে আসছিলো।
জায়গাটির বৈধ মালিক গৌরাঙ্গ পদ ধর ও তার ছেলেরা।এই জায়গা নিয়ে মামলা পর্যন্ত হয়েছে। কিন্তু শান্তিপূর্ণ সমাধান না হওয়ার ফলে পরিবারটির সাথে মসজিদ কমিটি সহ জায়গা দখলকারি মহলের দ্বন্দ দীর্ঘদিন ধরে চলে আসছিলো। প্রভাবশালী আলী আহমদ সহ অন্যান্য ব্যাক্তিদের সাথে ইমাম সাহেবের দ্বন্দ ছিল বলেও জনমত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি আমাদের প্রতিনিধিকে জানান,সম্পূর্ণ অন্যায়ভাবে পরিবারটিকে উক্ত মামলায় জড়ানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে পরিবারটিকে ধ্বংস করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ং আসামী নয়ন কুমার ধরসহ মোট ৪(চার) জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। ১ং আসামী চন্দন কুমার ধরসহ বাকি আসামী এখনও পলাতক রয়েছে।
এ ব্যাপারে মামলার ততদন্তকারী অফিসার এস,আই মোহাম্মদ নূর মিয়া আমাদেরকে জানান,মামলাটি এখনও তদন্ত চলছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এখনো কিছু বলা সম্ভব নয়। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd