সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশের পর ঘরবন্দি এক যুবকের চিকিৎসার উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস।
ডাক্তার ও নরসুন্দর সঙ্গে নিয়ে সোমবার (১২ জুলাই) দুপুরে মানসিক বিকারগ্রস্ত যুবক অর্জুন দাস বেনু’র বাড়ি দেওকলস ইউনিয়নের কালিজুরি গ্রামে যান তিনি।
এসময় তার সাথে কথা বললে, সে স্যালুট জানায় ইউএনওকে। পরে তার পরিবারের সদস্যরা জানান, নিয়মিত ওষুধ ও চিকিৎসা দিতে না পারার কারণে সে অস্বাভাবিক আচরণ করে।
এজন্য বাধ্য হয়ে তারা তাকে প্রায় ছয় বছর ধরে ঘরবন্দি করে রেখেছেন। এক পর্যায়ে সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে যুবককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতারে পাঠিয়ে তার চিকিৎসার উদ্যোগ গ্রহণ করেন ইউএনও। আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, নিয়মিত চিকিৎসা ও সকলের ভালোবাসায় সুস্থ-স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে সে।
তার বড়ভাই ঝুনু দাস বলেন, আমার ভাইয়ের চিকিৎসার উদ্যোগ গ্রহণ করায় ইউএনও স্যারের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। পাশাপাশি ‘সাংবাদিকদের বিশেষ ধন্যবাদ। প্রতিবেদন প্রকাশ করে চিকিৎসার সুযোগ তৈরি করে দেওয়ায়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd