নারী দিয়ে প্রেমের অভিনয়, ছেলেদের নিয়ে যাওয়া হতো বাসায়

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২১

নারী দিয়ে প্রেমের অভিনয়, ছেলেদের নিয়ে যাওয়া হতো বাসায়

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : প্রথমেই নারী সদস্য দিয়ে করে প্রেমের অভিনয়। আর সেই প্রেমের ফাঁদে পা দিয়ে ছেলেদের নিয়ে যাওয়া হতো বাসায়। এরপর পুলিশ পরিচয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে করা হতো আটকের নাটকও। দাবিকৃত টাকা না দিলে রাখা হতো জিম্মি করে। দেওয়া হতো মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি।এমনই এক সংঘবদ্ধ অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গত শুক্রবার (৯ জুলাই) রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানার মেম গলি এলাকার কাউসার সাহেবের বিল্ডিংয়ের নিচ তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় মো. জাহেদ নামে এক ভুক্তভোগীকে।

Manual6 Ad Code

গ্রেফতার চার অপহরণ চক্রের সদ্যরা হলেন- পারভেজ হোসেন জুয়েল (২৮), মোঃ সাইদুল ইসলাম (৩৪), আশরাফুল আলম প্রকাশ সাগর (২৩), রহিমা আক্তার রুপা (২৫)। পুলিশ জানায়, অপহরণকারীরা প্রেমের অভিনয় করে বাসায় ডেকে নিত। এরপর পুলিশ পরিচয় দিয়ে মুক্তিপণ দাবি করত। বিকাশে টাকা না পাঠালে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেয়।

Manual5 Ad Code

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ অপহরণকারী চক্র। তাদের নারী সদস্য রূপা প্রেমের ফাঁদ পেতে মানুষকে বাসায় ডেকে আনে। বাকিরা মিলে তাকে জিম্মি করে বাসায় ফোন দেয়। এরপর ওই ব্যক্তিকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক করা হয়েছে। বিকাশে টাকা না পাঠালে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেয়।’

Manual1 Ad Code

তিনি বলেন, ‘একই কায়দায় গতকাল সকালে বাসায় ডেকে নেওয়া হয় জাহেদকে। কিন্তু বাসায় জাহেদের চিৎকার শুনে আশেপাশের লোক ছুটে আসলে তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশসহ এসে তাদের গ্রেফতার করে। জাহেদকে উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2021
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..