সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : গরুর হাট নিয়ে নতুন প্রতারণার ফাঁদ পেতেছেন সিলেটের আলোচিত মেলা ব্যবসায়ী এম এ মঈন খান বাবলু। সিলেট সদর উপজেলার টুকেরবাজার তেমুখি পয়েন্টের শরীফ কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠ তিনি ইজারা পেয়েছেন দাবি করে লিফলেট ছাপিয়েছেন। অথচ সদর উপজেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত কোন বাজার ইজারা দেয়া হয়নি বলে জানা গেছে।
বাবলুর ছাপা করা এসব লিফলেট বিতরণ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানের গরুর পাইকার এবং সিলেটের ক্রেতাদের কাছে। সরকার কর্তৃক অনুমোদিত ও সদর উপজেলা এবং জেলা প্রশাসন কর্তৃক ইজারাপ্রাপ্ত বলে লিফলেটে উল্লেখ করেছেন তিনি।
আলোচিত-সমালোচিত মেলা ব্যবসায়ী এম এ মঈন খান বাবলু। এবার তিনি প্রতারণার ফাঁদ পেতেছেন কোরবানির হাট নিয়ে। ছাপা করা লিফলেটে আগামী ১০ জুলাই থেকে হাট শুরু করার বিষয়টি উল্লেখ করেছেন তিনি। সেই সাথে যোগাযোগের জন্য তার নিজের মোবাইল নম্বরের পাশাপাশি দেয়া হয়েছে আরো ১০ জনের নাম ও মোবাইল নম্বর।
তবে এ লিফলেট তিনি প্রচার করেননি বলে দাবি করেছেন মঈন খান বাবলু। যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারিভাবে এখনো বাজার ইজারা দেয়া হয়নি। তাই তিনি এখনো কোন বাজার ইজারা পেয়েছেন বলে লিফলেট প্রচার করেননি। তার প্রতিপক্ষ তাকে ঘায়েল করতে এসব কাজ করছে বলে দাবি তার। তবে বৈধভাবে সরকার থেকে বাজার ইজারা দেয়া হলে তিনি নেয়ার চেষ্টা করবেন বলে জানান।
অতীতে সিলেটে বাবলুর আয়োজিত বিভিন্ন মেলায় তার সাথে সহযোগী হিসেবে ছিলেন সৈয়দ আলতাফুর রহমান নামের এক ব্যক্তি। এবারো প্রকাশিত লিফলেটে তার নাম ও নম্বর দেয়া হয়েছে। ক্রেতা সেজে তার সাথে যোগাযোগ করা হলে তিনি গরুর হাট বসানোর বিষয়টি এবং লিফলেট প্রকাশের কথা স্বীকার করেন। মঈন খান বাবলুর নামে বাজারের ইজারা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। ১০ জুলাইয়ের পরিবর্তে লকডাউনের জন্য ১৫ জুলাই থেকে বাজার শুরু করবেন বলে জানান।
তবে সাংবাদিক পরিচয় দেওয়ার সাথে সাথেই কথার সুর পাল্টে যায় তার। বলেন এসব বিষয়ে এখনো কিছু ঠিক হয়নি।
বাজার ইজারার ব্যাপারে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, সিলেট সদর উপজেলা থেকে কোরবানির পশুর হাট এখনো কাউকে ইজারা দেওয়া তো দূরের কথা, এখনো কোন স্থানই নির্ধারণ করা হয়নি। কয়েকটি স্থানের তালিকা করে জেলা প্রশাসনে পাঠানো হয়েছে। এখনো এ ব্যাপারে কোন সিদ্ধান্ত জেলা প্রশাসন থেকে আসেনি।
এরই মধ্যে কেউ বাজার ইজারা পেয়েছেন বলে প্রচার করলে তা সম্পূর্ণ ‘ভুয়া’ বলে উল্লেখ করেন তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd