সিলেট ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জ পৌর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (১৩ জুন) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা রিপন দেব জানান, গত ৯ জুন তার ভাতিজা লিটন দেবের গর্ভবতী স্ত্রী জ্যোতি রানী দেবকে পৌর শহরের কাজির পয়েন্ট এলাকার আর এম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একইদিন গাইনী বিশেষজ্ঞ ডা. ননী ভূষণের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে জ্যোতি রানী এক ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকে নবজাতকের অবস্থা স্বাভাবিক ছিল।
এরপর দুদিন পর ১১ জুন হঠাৎ করে নবজাতকটির শরীর খারাপ হতে শুরু করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুরোগ বিশেষজ্ঞ এনামুল হক খানকে ফোন দিয়ে হাসপাতালে নিয়ে আসেন। তার তত্ত্বাবধানে নবজাতকের চিকিৎসা শুরু হয়। তিনি ওই নবজাতককে কিছু অ্যান্টিবায়োটিক দেন। এরপরই তার অবস্থার অবনতি হয় ও রোববার সকালে সে মারা যায়।
রিপন দেব বলেন, ‘চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’
এ ব্যাপারে সুনামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ বলেন, ‘আমি খবর পেয়ে ওই হাসপাতালে গিয়েছিলাম। ঘটনাটি খুবই দুঃখজনক। নবজাতকের মৃত্যুতে কারো গাফিলতি আছে কি-না সেটি খতিয়ে দেখা উচিত।’
এ বিষয়ে জানতে চিকিৎসক এনামুল হক খানের সঙ্গে যোগাযোগ করা হয়। এসময় ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যুর বিষয়টি অস্বীকার করেন তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd