গোয়াইনঘাটে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জুন ৫, ২০২১

গোয়াইনঘাটে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় গোয়াইনঘাট উপজেলায় শনিবার (৫ জুন) দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন হয়েছে।

Manual2 Ad Code

সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন ‘প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

গোয়াইনঘাট উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ বাস্তবায়ন কমিটি।

“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন; প্রাণিসম্পদের প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগনকে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটি বিভিন্ন ধরনের স্টলে খামারিদের নিজস্ব চিন্ত -চেতনায় নানা পদ্ধতির কৌশল প্রদর্শনের সুযোগ করে দেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. জামাল খাঁন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার সভাপতি তাহমিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে উপজেলার সবকটি ইউনিয়নে উদ্যোক্তা ও খামারি তৈরি সাপেক্ষ ডিম,দুধ ও মাংসের স্হানীয় চাহিদা মেটাতে প্রদক্ষেপ নেয়ার উপর গুরুত্বারোপ করেন।

স্টলসমুহ সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রাণিসম্পদ প্রদর্শনীতে অর্ধশতাধিক প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল করেছে। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিসার মো. সুলতান আলী,উপজেলা মৎস্য অফিসার আহমেদ কবির খান গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম,এ মতিন প্রমুখ।

Manual5 Ad Code

প্রদর্শনীতে ৭টি ক্যাটাগরীতে মোট ২১ টি স্টলকে পুরস্কার ও সনদ দেয়া হয়। পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা চেকের মাধ্যমে প্রদান করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..