পুলিশকে ঘরে তালাবদ্ধ করে আসামি ছিনতাই: গ্রেপ্তার ৭

প্রকাশিত: ৩:৩৮ পূর্বাহ্ণ, মে ৭, ২০২১

পুলিশকে ঘরে তালাবদ্ধ করে আসামি ছিনতাই: গ্রেপ্তার ৭

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : চুনারুঘাটে চার পুলিশকে ঘরে তালাবদ্ধ করে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চিমটিবিলখাস এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চিমটিবিলখাস এলাকায় মৃত করিম আলীর পুত্র মামদ আলী (৫৮) ও ইমান আলী (৬০), মামদ আলীর স্ত্রী রেজিয়া খাতুন (৫০) শিপনের স্ত্রী জেসমিন আক্তার (২৩) ও হেনা আক্তার ( ৩০), একই এলাকার সফর আলীর পুত্র রফিকুল ইসলাম (৩৯), দুলাল মিয়ার স্ত্রী নাজমা আক্তার (৩৪)।

Manual8 Ad Code

জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৯টায় মাদক মামলার পলাতক আসামি মামদ আলীর পুত্র শিপন মিয়াকে (৩২) গ্রেপ্তার করতে গেলে শিপন মিয়ার স্বজনরা চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) আশিকুর রহমানসহ চার পুলিশকে ঘরে তালাবদ্ধ করে রাখেন এবং ধস্তাধস্তি করে ছিনিয়ে নিয়ে যান আসামি শিপনকে। এতে আহত হন পাপ্পু গোয়ালা, সুমন মিয়া, উসমান গনিসহ পুলিশের ৩ সদস্য।

খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ ও ওসি (তদন্ত) চম্পক দাম অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে তাদেরকে উদ্ধার করেন।

Manual8 Ad Code

এ ঘটনায় চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বাদী হয়ে পুলিশ এসল্ট মামলা করেন। মামলার প্রেক্ষিতে চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) এআই কে সম্রাটের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শিপন এখনও পলাতক রয়েছেন।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ আলী আশরাফ জানান, গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2021
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..