জাফলং সীমান্তে চোরাকারবারী চক্র বেপরোয়া

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

জাফলং সীমান্তে চোরাকারবারী চক্র বেপরোয়া

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: বার বার অভিযান চালিয়ে এবং কড়া নজরদারিতে রেখেও সম্ভব হচ্ছেনা জাফলং সীমান্তে চোরা কারবার রোধ ৷ এক শ্রেণীর অসাধু ব্যাবসায়ী অধিক মুনাফা লাভের আশায় এই রকম অবৈধ ব্যাবসায় নির্লিপ্ত রয়েছে ৷

গত শনিবার রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) একেএম নুর হোসেন নির্ঝর’র নেতৃত্বে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়ের মোহাম্মদপুর ও গুচ্ছগ্রাম সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Manual7 Ad Code

অভিযান কালে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ৯শত ৮০ বস্তা মটর ডাল জব্দ করে তা ১২ লক্ষ টাকায় নিলামে বিক্রি করা হয়। এবং এ অপরাধে অভিযুক্ত একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় এনএসআই’র সহকারী পরিচালক মোঃ ইমরান হাসান, তামাবিল বিওপির কোম্পানী কমান্ডার জয়নাল আবেদিন, গোয়াইনঘাট থানার এস আই লিটন রায়সহ পুলিশ, এনএসআই ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) নূর হোসেন নির্ঝর বলেন, ভারতে পাচারের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মটর ডাল এনে গোয়াইনঘাট উপজেলার সীমান্তে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে একাধিকবার টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে আজও টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে প্রায় ১ হাজার বস্তা মটর ডাল জব্দ করে তা ১২ লক্ষ টাকায় উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। এবং এ অপরাধে অভিযুক্ত একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual6 Ad Code

সীমান্তে চোরাচালানসহ সকল ধরনের অপরাধ ঠেকাতে প্রশাসন, পুলিশ ও বিজিবি’র পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আশার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক এ অভিযান অব্যাহত থাকবে ৷

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..