সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় আফছার আহমদ রেনু নামে এক পরিবহন শ্রমিক নেতা মারা গেছেন। রোববার (১৮ এপ্রিল) ভোর ৫ টার দিকে গোয়াইনঘাট উপজেলার তামাবিল রোডে অটোরিকশা দুর্ঘটনায় তিনি মারা যান।
নিহত আফছার আহমদ রেনু উপজেলার লক্ষণাবন্দ উপজেলার দক্ষিণভাগ দেওপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও গোলাপগঞ্জ উপজেলার পুরকায়স্থ বাজার সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক এবং স্থানীয় বাজারের কাঁচামাল ব্যবসায়ী আফছার আহমদ রেনু।
জানা যায়, আফছার আহমদ নিজের কাঁচামাল ব্যবসার জন্য মাল কিনতে রওয়ানা হয়েছিলেন জাফলংয়ের উদ্দেশ্যে। তামাবিল রোডস্থে পৌঁছা মাত্র অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পরে। এসময় পিছনে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে পুরকায়স্থ বাজার সিএনজি চালক সমিতির সভাপতি কয়েছ আহমদ বলেন, রোববার ভোরে অটোরিকশা সড়ক দুর্ঘটনায় আফছার আহমদ রেনু মারা যান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd