সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে পবিত্র রমজান মাসেও থেমে নেই জুয়াড়িদের অপকর্ম। আসর বসিয়ে তার খেলছে জুয়া। বুধবার দিবাগত রাত পৌণে ২টার দিকে সিলেটের বিমানবন্দর থানাধীন পীরেরগাঁওয়ে অভিযান চালিয়ে এরকম এক আসর থেকে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- বিমানবন্দর থানাধীন পীরেরগাঁও মধুটিলার আবদুল হাশিমের ছেলে কুতুব উদ্দিন (৫০), ছালিয়ার মৃত আবদুল মজিদের ছেলে আলী হোসেন (৩৩), পীরেরগাঁও’র মৃত নবী হোসেনের ছেলে আফরোজ মিয়া ও একই গ্রামের মৃত মমরোজ আলীর ছেলে আবু বক্কর (৪৫)।
পুলিশ জানায়, পীরেরগাঁওস্থ আফরোজ মিয়ার ভূষিমালের দোকানের ভেতর জুয়াড়িরা আসর বসিয়ে জুয়া খেলছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিন সেট তাস ও নগদ ৯৪০ টাকা উদ্ধার করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd