সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এই বীজ ও সার বিতরণের তালিকা থেকে বঞ্চিত হচ্ছেন পশ্চিম জাফলং ইউনিয়নের প্রকৃত কৃষকরা। নামধারী কৃষকরা পাচ্ছেন সরকারী বীজ ও সার। এরা এই বীজ ও সার নিয়ে দোকানে বিক্রি করেন এবং প্রকৃত কৃষকরা আবার দোকান থেকে ক্রয় করছেন।
১৫ এপ্ৰিল বৃহস্পতিবার উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুরতল বাজার থেকে সরকারের প্রণোদনার ৫ বস্তা এমওপি সার ৪ বস্তা ডিএফটি সার, ৫ বস্তা ধানের বীজ বিক্রিকালে হাতে-নাতে উদ্ধার করেছে স্থানীয় জনতা।
খবর পেয়ে সরেজমিন পরিদর্শনে আসেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা আল জাবির, ইউপি সদস্য মুন্সী আব্দুল মুমিন, আবুল কালাম, ফারুক আহমদ, মাতুরতল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।
এ সময় সরকারী বীজ ও সার ক্রয় ও বিক্রয়কারী কাউকে ঘটনা স্থলে পাওয়া যায়নি। পরে রাত ৮ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১৫ জন কৃষক ও বীজ ঘরের সত্ত্বাধীকারীকে নিয়ে উপস্থিত হন পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম।
পরে সরকারী বীজ ও সার ক্রয়ের অপরাধে মাতুরতল বাজার খলিল বীজ ঘরের সত্ত্বাধীকারী খলিল আহমদ এর ছেলে রেজওয়ান আহমদকে ২ হাজার টাকা জরিমানা এবং বিক্রির অপরাধে ১৫ জন নামধারী কৃষককে সাড়ে ৭ শ টাকা জরিমানা করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। এমনকি এই ১৫ জন কৃষকের তথ্য যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি ঘঠন করা হয়েছে। প্রয়োজনে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে।
স্থানীয় ইউপি সদস্যরা জানান, পশ্চিম জাফলং ইউনিয়নের কৃষকদের বীজ ও সার বিতরণের তালিকায় স্বজনপ্রীতি ও নানাবিধ অনিয়ম রয়েছে। তাছাড়া ইউপি চেয়ারম্যান উনার নিজস্ব লোকজনের মধ্যে তালিকা করে এ সকল বীজ ও সার বিতরণ করছেন। যার ফলে প্রকৃত কৃষকরা সরকারী এই বীজ ও সার থেকে বঞ্চিত রয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd