আলেম সমাজের উপর হামলার প্রতিবাদে সিলেট মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১

আলেম সমাজের উপর হামলার প্রতিবাদে সিলেট মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল

Manual1 Ad Code
সিলেট :: দেশব্যাপী ছাত্রশিবির সহ আলেম সমাজের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের যৌথ হামলা ও নির্বিচারে গুলিতে ১৭ জনকে হত্যা এবং সিলেট মহানগর ছাত্রশিবিরের শান্তিপূর্ণ মিছিল থেকে অন্যায়ভাবে ১৪ জন নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির সিলেট মহানগর।
গত ৩০ মার্চ মঙ্গলবার বিকালে নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দর্শনদেউড়ী পয়েন্টে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলাম বলেন, স্বৈরাচারী সরকার অবৈধ ক্ষমতার মসনদ ঠিকিয়ে রাখতে এদেশের নিরীহ মানুষকে পাখির মত গুলি করে হত্যা করছে। আলেম উলামাদের হত্যা করে এ সরকার পুরো জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এদেশের জনগনের বিরুদ্ধে আওয়ামীলীগ সরকার একাত্তরের পাকিস্তানী স্বৈরাচারী সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
তিনি বলেন, ছাত্রশিবির নেতাকর্মীসহ  দেশব্যাপী গ্রেফতার অভিযান এবং অন্যায়ভাবে হামলা-মামলা করে সরকার তার মসনদ ঠিকিয়ে রাখতে পারবে না। এদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে অচিরেই এ সরকারের পতন ঘঠবে।
সিলেটে গ্রেফতারকৃত ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মীরকে মুক্তির বিষয় সাইফুল ইসলাম বলেন, অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্রশিবির নেতাকর্মীদের মুক্তি দিতে হবে এবং অবৈধ গ্রেফতার অভিযান বন্ধ করতে হবে। আগামীতে ছাত্রলীগ, যুবলীগ যদি ছাত্রশিবির নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষের  উপর হাত তোলার সাহস করে তাদের অবৈধ সন্ত্রাসী কালো হাত ভেঙ্গে দেওয়া হবে।
দেশব্যাপী পুলিশ ও ছাত্রলীগ,যুবলীগ কর্তৃক অন্যাভাবে ১৭ জনকে হত্যা এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে নগর সেক্রেটারী আব্দুল্লাহ আল-ফারুক, অফিস সম্পাদক সিদ্দিক আহমদ, অর্থ সম্পাদক কামাল মিয়া ও শিক্ষা সম্পাদক আব্দুল হালিম উপস্থিত ছিলেন। এছাড়াও সিলেট মহানগর ছাত্রশিবিরের সহস্রাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..