সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী নাগরিক গুলিবিদ্ধ। ৩০ মার্চ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ১২৬৪ নং মেইন পিলারের কুলুমছড়ার পার সংলগ্ন ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে। আহতের নাম আশিক মিয়া (২৮) কুলুমছড়ার পার গ্রামের পিতা মৃত আং সুবহান এর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০মার্চ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ১২৬৪ নং মেইন পিলার সংলগ্ন ভারতীয় সীমান্তে আহত আশিকসহ ৪ জন অনুপ্রবেশ করে। এ সময় ভারতীয় খাসিয়া তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে।
এতে আশিক গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়ে। সতীর্থরা বাড়িতে খবর দিলে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আশিককে উদ্ধার করে দ্রুত সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান আশিকে বুকে ও পেটে ১৫/২০টি গুলি লাগে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd