মাওলানা রফিকুল ইসলামকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১

মাওলানা রফিকুল ইসলামকে ছেড়ে দিয়েছে পুলিশ

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকা থেকে বিক্ষোভের সময় আটক ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলামকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার কাজী আশরাফুল হক।

Manual4 Ad Code

এর আগে সকালে মতিঝিল এলাকায় বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টাধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় পুলিশ বিক্ষোভে অংশ নেওয়া রফিকুল ইসলাম ওরফে ‘শিশুবক্তাকে’ আটক করে।

Manual7 Ad Code

এদিকে ইসলামী আন্দোলনের নেতা মো. আবদুস সালাম ফেসবুকে তার মুক্তির বিষয়টি জানিয়েছেন। তার ফেসবুক পেজ থেকে ‘শিশুবক্তার’ মুক্তির বিষয়টি জানিয়ে লাইভ দেওয়া হয়েছে। দুই মিনিটের ওই ভিডিওতে ‘শিশুবক্তাকে’ একটি মাইক্রোবাসে দেখা যায়।

Manual2 Ad Code

এর আগে বেলা ১১ টার দিকে মতিঝিলে যুব অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভে পুলিশ পেছন থেকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ছাত্র অধিকার পরিষদ নেতা মশিউর রহমানের। তিনি জানান, পুলিশ মিছিলে লাঠিচার্জ, ক্যাদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুঁড়েছে। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সেখান থেকেই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..