ছাতকে উপস্বাস্থ্য কেন্দ্রের অবসরপ্রাপ্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

ছাতকে উপস্বাস্থ্য কেন্দ্রের অবসরপ্রাপ্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ

Manual7 Ad Code

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে কালারুকাস্থ বিল্লাই উপস্বাস্থ্য কেন্দ্রের অবসরপ্রাপ্ত ওয়ার্ড বয় আব্দুস ছাত্তারের বিরোদ্ধে নানা অনিয়ন দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

Manual3 Ad Code

বিল্লাই গ্রামের প্রায় ৫০ জন সচেতন নাগরিক স্বাক্ষরিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিল্লাই উপস্বাস্থ্য কেন্দ্রের অবসরপ্রাপ্ত ওয়ার্ড বয় আব্দুস ছাত্তার ২০১৩ সালে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহনের পর আবারও এ উপ স্বাস্থ্য কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

Manual5 Ad Code

গ্রামের লোকজন তার স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করাকে মেনে না নিলেও তিনি গ্রামের লোকজন বা উপ স্বাস্থ্য কেন্দ্রে আসা উপকারভোগী দের সাথে ভাল আচরণ না করে নানা সময় উপকারভোগী দের সাথে দুর্বব্যহার করে থাকেন।

এছাড়া আইনকানুনের তোয়াক্কা না করে তিনি তার ইচ্ছা মত উপ স্বাস্থ্য কেন্দ্রের গাছ বৃক্ষ কেটে বিক্রি করেন। অবসরপ্রাপ্ত ওয়ার্ড বয় আব্দুস ছাত্তারের এসব অনিয়ম দুর্নীতি গ্রামবাসী মেনে নিলেও তিনি চাকুরী হতে অবসরের পর সরকারী কোয়ার্টারে অবৈধ ভাবে দখল করে দীর্ঘ দিন ধরে বসবাস করে অসামাজিক কার্যকলাপ করায় বিষয়টি গ্রামবাসীর চোখে ধরা পড়ে। এতে গ্রামবাসী এলাকার মান সম্মান রক্ষার্থে আব্দুস ছাত্তারের উচ্ছেদ দাবী করেছেন।

Manual4 Ad Code

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী জানান, অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত আব্দুস ছাত্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল নষ্ট বলে বিষয়টি এড়িয়ে যান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..