সচেতনতা বৃদ্ধিতে সিলেট জেলা পুলিশের মাস্ক বিতরণ

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১

সচেতনতা বৃদ্ধিতে সিলেট জেলা পুলিশের মাস্ক বিতরণ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার :: ‘মাক্স পরার অভ্যেস কোভিড মুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের সকল পুলিশ ইউনিটের ন্যায় সিলেট জেলা পুলিশ মাস্ক পরিধান উদ্বুদ্ধকরণ ও সচেতনতা মূলক কর্মসূচির উদ্বোধন করা হয়।

২১ মার্চ রোববার সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় এক পথ সভার মাধ্যমে মাস্ক পরিধান উদ্বুদ্ধকরণ ও সচেতনতা মূলক কর্মসূচির মাধ্যমে জেলা পুলিশের এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হুসাইন এবং সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খান উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এ ছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিকবৃন্দ এবং সিলেট জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বক্তাগণ কোভিড ১৯ দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বক্তব্য প্রদান করেন।

Manual1 Ad Code

অনুষ্ঠান শেষে উপস্থিত জনগণ, পথচারীদের এবং বিভিন্ন পরিবহনের যাত্রীদের মাঝে মাস্ক এবং লিফলেট বিতরণ করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..