মসজিদের ইমামের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২১

মসজিদের ইমামের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের নাবির বহর এলাকায় এক মসজিদের ইমামের সাথে প্রবাসীর গৃহবধূ পালিয়েছে বলে জানা গেছে।

Manual8 Ad Code

গৃহবধূ সাহিদা বেগম উক্ত এলাকার শামসুল মিয়ার ছেলে সবুর মিয়ার স্ত্রী। একই ইউনিয়নের শিমুলিয়া গ্রামের চান মিয়ার মেয়ে।

Manual5 Ad Code

পালিয়ে যাওয়ার আগে স্বামীকে ডিভোর্স দিয়ে যায় সাহিদা বেগম। এমন ঘটনায় এলাকায় আনাচে-কানাচে আলোচনা চলছে।

Manual1 Ad Code

জানা যায়, মাসখানেক আগে ময়মনসিংহ থেকে আগত মোল্লা মোহাম্মদ আলীকে স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে যুক্ত করা হয়। কিছুদিন যাওয়ার পরই সাহিদা বেগম এর সাথে তার পরিচয় হয়, পরিচয়ের মধ্য থেকে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে দুজন। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় মসজিদ থেকে ইমাম মোহাম্মদ আলী চাকরি ছেড়ে উপজেলার বোয়ালী ইউনিয়নের একটি মসজিদে চলে যায়। সেখান থেকে মুঠোফোনের মাধ্যমে সাহিদা বেগম মোল্লা মোহাম্মদ আলীর সাথে পালিয়ে গেছে।

ডিভোর্স কৃত প্রবাসী স্বামী সবুরের ভাই সুজন জানান, পালিয়ে যাওয়ার আগে দুটি সন্তান রেখে গেছে এবং আমার ভাইয়ের বিদেশ থেকে পাঠানো মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ডিভোর্স দিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া আছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..