সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জের শাল্লার উপজেলার সংখ্যালঘু নোয়াগাঁও গ্রামে হামলা লুটপাট ও ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার দিরাই উপজেলার নাচনী গ্রামের বর্তমান ইউপি সদস্য ও সরমঙ্গল ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সভাপতি শহীদুল ইসলাম স্বাধীনকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট। শনিবার (২০ মার্চ) বেলা ১২ টার দিকে সুনামগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম স্বাধীন নোয়াগাঁও গ্রামে হামলা লুটপাট ও ভাংচুরের মূল হোতা। তাঁর বিরুদ্ধে এই ঘটনায় অনধিকার প্রবেশ, বেআইনি সমাবেশসহ নানা অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে শনিবার (২০ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই সিলেট।
প্রসঙ্গত, আল্লামা মামুনুল হকসহ হেফাজত নেতাদের নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে ঝুমন দাশ নামের এক যুবক। তার বিরূপ মন্তব্য নিয়ে এলাকায় সমালোচনার ঝড় ওঠে এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। মঙ্গলবার রাতে নোয়াগাও গ্রামের কয়েকজন হিন্দু লোকের সহায়তায় শাসকাই বাজার থেকে তাকে পুলিশে তুলে দেওয়া হয়।
ঝুমনকে আটক করা হলেও এর পরদিন সকাল ৮ টায় দিরাই উপজেলার কয়েকটি গ্রাম থেকে মামুনুল হকের অনুসারি কয়েকশ যুবক, কিশোর লাঠিসোটা নিয়ে নোয়াগাঁও এর সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এসময় তারা ঘরে থাকা পারিবারিক মূর্তিসহ ভাঙচুর চালায় এবং সম্পদের ক্ষতি করে। এ ঘটনার বৃহস্পতিবার (১৮ মার্চ) শাল্লা থানায় দুটি মামলা দায়ের করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd