দোয়ারায় ব্রীজের কাজে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

দোয়ারায় ব্রীজের কাজে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

Manual4 Ad Code

আশিক মিয়া, দোয়ারাবাজার :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার -দোয়ারাবাজার সড়কের (পকিরাপুল নামের) ব্রীজের নির্মাণ কাজে অনিয়ম করার খবর পাওয়াগেছে। শনিবার সকালে উপজেলা প্রকৌশলী দেবতুষ পাল সরেজমিন গীয়ে ব্রীজের কাজ পরিদর্শন করেন,এসময় ব্রীজের কাজের সাইটে আনা নিম্ন মানের সিমেন্ট দিয়ে কাজ না করার নির্দেশ দেন। ৫ কোটি ৭৪ লক্ষ ১ হাজার ৮ শত ৬ টাকা ব্যায়ে ৪৫ মিটার নির্মিত ব্রীজের আরসিসি গার্ডার ব্রীজে নিম্ন মানের সিমেন্ট দিয়ে কাজ করা হচ্ছে। ব্রীজের বেজ ডালাইয়ের কাজে সিম ১ দিয়ে কাজ করার নির্দেশ থাকলেও তা মানছেনা ঠিকাদারি প্রতিষ্ঠান হাসেম এন্টারপ্রাইজ। শনিবার বেজ ডালাইয়ের জন্য আনেন ফ্রেশ ২। যাহা ব্রীজের বেজ ডালাই কাজে উপযুক্ত নয়। এমনকি শনিবারের ডালাইয়ে মোট ৫২৭ ব্যাগ সিমেন্ট সিম ১ থাকার কথা থাকলেও সেখানে হিসাব অনোযায়ী পাওয়া যায় ৩ শত ব্যাগ সিমেন্ট।

Manual7 Ad Code

এব্যাপারে দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু বলেন, আজকের ডালাই কাজে ব্যাপক অনিয়ম করার উদ্যেশ্য ছিল ঠিকাদারি প্রতিষ্টানের। ডালাই কাজে ৫২৭ ব্যাগ সিমেন্ট থাকার কথা সেখানে পাওয়াগেছে মাত্র ৩ শত ব্যাগ সিমেন্ট। তাদের উদ্যেশ্য ভাল ছিলনা।

এব্যাপারে ঠিকাদারি প্রতিষ্টান হাসেম এন্টারপ্রাইজের কাজের তদারকির দায়ীত্বে থাকা সাদ্দাম হোসেন বলেন, আজকে আমরা ডালাই কাজ করতে পারিনাই, সিম ১ দিয়ে কাজ করার কথা, সাইটে সিম ১ কম ছিল এরজন্য। আগামী কাল রবিবার আমাদের সিম ১ সিমেন্ট আসবে এর পর কাজ আরম্ব করব।

Manual7 Ad Code

এব্যাপারে উপজেলা প্রকৌশলী দেবতুষ পাল বলেন, সাইটে সিমেন্ট কম ছিল, আর সিম ১ দিয়া ডালাই করার কথা আমরা সিম ১ সিমেন্ট কম পাইছি এর জন্য আজকের ডালাই কাজ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশী সিম ২ সিমেন্ট পাইছি এর জন্য সিম ২ দিয়া কাজ করতে দেইনি। আগামীতে ডালাই কাজের আগে ডালািয়ের পরিমান মত সিমেন্ট রাখার জন্য বলা হয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..