বিয়ানীবাজারে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় তরুণীকে কুপিয়ে হত্যা, আসামি নাজিম গ্রেফতার

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১

বিয়ানীবাজারে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় তরুণীকে কুপিয়ে হত্যা, আসামি নাজিম গ্রেফতার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটের বিয়ানীবাজারে প্রেমের সম্পর্ক ভেঙে অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাওয়ায় নাজমিন আক্তার (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে হত্যা করেছে তার প্রেমিক। এ ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দিনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়নের আঙ্গারজুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, অন্য এলাকার বাসিন্দা হলেও নাজিম উদ্দিন নাজমিনের পাশের বাড়িতে বসবাস করতেন। এ সুবাদে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি অন্য জায়গায় নাজমিনের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়। তাই সম্পর্ক ভেঙে যাওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে নাজিম।

ঘটনার সময় নাজিম ওই তরুণীর বাড়িতে দিনমজুরের কাজ করতে যায়। এ সময় ঘরের ভেতরে টেলিভিশন দেখতে থাকা নাজমিনকে পেছন থেকে জাপটে ধরে বটি দা দিয়ে গলায় কোপ দেন নাজিম। এতে ঘটনাস্থলেই তরুণী মারা যায়। ঘটনার পরই পালিয়ে যান নাজিম।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম খান শেখ জানান, নাজমিনকে শিশুকালে এনে লালন-পালন করেন সামসুল হক চৌধুরী। নাজিমের পক্ষ থেকে হয়তো একতরফা ওই মেয়েকে প্রেম নিবেদন করা হতে পারে। তা প্রত্যাখ্যান হওয়ায় ক্ষোভের বশবর্তী হয়ে এমন ঘটনা ঘটিয়েছে নাজিম।

Manual4 Ad Code

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘তরুণীকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায় নাজিম। এরপর সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। সে প্রেমগঠিত কারণে নাজমিনকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।’

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..