সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ। এর আগে শনিবার (১৩ মার্চ) গভীর রাতে সাভার পৌরসভার ব্যাংক কলোনি মহল্লায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, জাওয়াদ (২৪), অনিক (২৫) ও স্বাধীন (২৪)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ছিনিয়ে নেয়া আসামির নাম রাকিবুল ইসলাম রকি (২০)। চাঞ্চল্যকর রোহান হত্যা মামলার এজাহারভুক্ত ৪নং আসামি রকি। অন্যরা গ্রেফতার হলেও রকি পলাতক রয়েছে।
হামলায় আহত পুলিশ কর্মকর্তারা হলেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তাহমিদুল ইসলাম (৩৮) এবং কনস্টেবল ইমরান।
পুলিশ জানায়, সাভারে স্কুল শিক্ষার্থী রোহান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাকিকুল ইসলাম রকি ব্যাংক কলোনি এলাকার আয়েশা লাইব্রেরির পাশে সদলবলে অবস্থান করছেন এমন সংবাদে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে রকিকে গ্রেফতার করা হলে তার সহযোগিরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন।
হামলায় আহত এসআই তাহমিদুল ইসলাম বলেন, আসামি রকিকে দীর্ঘদিন ধরে নজরে রাখা হচ্ছিল। শনিবার রাতে গ্রেফতার করা হলে তার সহযোগিরা আমাদের উপর হামলা করে রকিকে ছিনিয়ে নেয়। তবে হামলাকারীদের তিনজনকে আটক এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd