এসএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২১

এসএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১১ টায় এসএমপির পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

কল্যাণ সভায় পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ সভাপতি হিসেবে উপস্থিত থেকে সকল পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Manual6 Ad Code

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ), এসএমপির বিভিন্ন ইউনিটের উপ-পুলিশ কমিশনার বৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ গান এবং পুলিশ লাইন্সের বিভিন্ন অফিসার ও ফোর্স গান।

সভায় পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বলেন- প্রতিটি পুলিশ সদস্যকে আরও সতর্কতা অবলম্বন করে দায়িত্বপালন করতে হবে। তিনি বিগত মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান। সকল পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের সাথে সাথে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ভাল কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয় তেমনি কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এছাড়াও তিনি সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন ও নিজের দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কাজে অংশগ্রহণ করার আহবান জানান। এসময় পুলিশ লাইন্সে অনুষ্ঠিতব্য কল্যাণ সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..