সিলেটে বাস চাপায় প্রবাসী নিহত, গাড়ি ভাংচুর

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১

সিলেটে বাস চাপায় প্রবাসী নিহত, গাড়ি ভাংচুর

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে মিনিবাস চাপায় যুক্তরাজ্য প্রবাসী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই পথচারী। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে সিলেট ঢাকা মহাসড়কের উপজেলার গোয়ালাবাজারে এ ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

দূর্ঘটনার পর সিলেট ঢাকা মহাসড়কে আধা ঘন্টা যানচলাচল বন্ধ করে বাসটি উত্তর গোয়ালাবাজারে নিয়ে আগুনে জ্বালিয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। এসময় কয়েকটি গাড়ি ভাংচুর করে তারা। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যানের আশ্বাসে মহাসড়কে যানচলাচল শুরু হয়।

নিহত প্রবাসী উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজকরনসী দক্ষিন পাড়া গ্রামের মজিদ মিয়ার পুত্র চাঁন মিয়া। আহতরা হলেন- নিজকরনসী পূর্ব পাড়া গ্রামের মফিজ মিয়ার পুত্র চুনু মিয়া এবং মাঠিহানী গ্রামের নুনু মিয়া।

Manual7 Ad Code

জানা গেছে, বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে সিলেট ঢাকা-মহাসড়কের গোয়ালাবাজারে শেরপুরগামী মিনিবাস (ঢাকা মেট্রো জ-১১-২২৬৪) পথচারীদের ধাক্কা দেয়। এসময় একজন নিহত ও আরো দুইজন আহত হওয়ার ঘটনা ঘটে।

Manual2 Ad Code

তাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার স্বপন মিয়া বিষয়টি নিশ্চত করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..